Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি কারাগারের ভেতরেও জঙ্গি কার্যক্রম!

কারাগারের ভেতরেও জঙ্গি কার্যক্রম!

দখিনের সময় ডেস্ক :

কারাগারের ভেতরেও থেমে নেই জঙ্গিদের কার্যক্রম। তৈরি হচ্ছে নতুন নতুন অনুসারী। জামিনে বেরিয়ে কথিত জিহাদের নামে বোমা হামলা ও মানুষ হত্যার মতো চরমপন্থায় জড়িয়ে পড়ছে কারাগারে থেকে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়া কয়েকজন। এমন পরিস্থিতিতে কারাগারে জঙ্গি কার্যক্রম ঠেকানোর দায়িত্ব নিতে আগ্রহী কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের কাছে পাঠানো প্রস্তাব শিগগিরই অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

নব্য জেএমবি’র প্রধান মাহাদী হাসান জনের ঘনিষ্ঠ আব্দুল্লাহ আল নোমান ওরফে বাছির জঙ্গি সংগঠনটির সামরিক শাখার সক্রিয় সদস্য। দুই হাজার আঠারোতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এক বছর তিন মাস। এ সময়ে কারাগারে অনুসারীও তৈরি করেন তিনি।

জামিনে বেরিয়ে দুই হাজার বিশের চব্বিশে জুলাই রাজধানীর পল্টন মোড়ে পুলিশ চেকপোস্টে দূর নিয়ন্ত্রিত বোমা হামলা চালান আবু বাছির। এরপর বারবার অবস্থান পাল্টে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করতে থাকেন। তবে শেষ রক্ষা হয়নি, মিরপুর মাজার রোড থেকে বাছিরকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেন, সে এক বছর তিন মাস কারাগারে থাকার পর জামিন নিয়ে বের হয়ে পুনরায় আবার সংগঠনের সঙ্গে সক্রিয় হয়। সে সরাসরি সামরিক শাখায় কাজ করা শুরু করে। সংগঠনের আমির মাহাদি হাসান জনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে তার নির্দেশে কাজ করতে শুরু করে। নব্য জেএমবির শুরা সদস্য আবু মোহাম্মদের তত্ত্বাবধানেই পুলিশের উপর হামলার নির্দেশনা দেয়।

বাছিরের মতো শত শত জঙ্গি জামিনে বেরিয়ে ফের উগ্র কার্যক্রমে জড়িয়ে পড়েছে। তাদের বেশিরভাগই নজরদারির আওতায় রয়েছে জানিয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, কারাগারের ভেতরে জঙ্গি কার্যক্রম ঠেকানোর উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে কেউ যাতে উগ্রপন্থি বা জঙ্গি হয়ে বের না হয় সে উদ্যোগও আমরা নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা আশা করছি ইতিবাচক কিছুই হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত নজরদারি ও অভিযানের মুখে সাংগঠনিকভাবে স্বস্তিতে নেই কোনো জঙ্গি সংগঠনই। এ অবস্থায় হামলার ঝুঁকি নেই বলেও মনে করছে সিটিটিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments