Home শীর্ষ খবর বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসররা এখনও সরব: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসররা এখনও সরব: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা এখন অনলাইনে সরব, তারা সরকারের বিরুদ্ধে হিংসা-বিদ্বেষ ছড়াচ্ছে। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের উদ্দেশে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন অনেক দৃঢ় অবস্থানে রয়েছে।

‘পঞ্চাশ বছরে অপ্রতিরোধ্য বাংলাদেশ’ শীর্ষক এ আয়োজনে প্রধানমন্ত্রী তার ভাষণে আরও বলেন,‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনতে দুই দশকের কঠোর সংগ্রাম করতে হয়েছে। এখনও বঙ্গবন্ধুর হত্যাকারীর দোসর ও ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছে, তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে সচেতন রয়েছে। বঙ্গবন্ধুর হত্যার বিচারসহ যে কোন অন্যায়ের বিরুদ্ধে বিচার করতে আমরা বদ্ধ পরিকর।’

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার এই চ্যালেঞ্জ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমস্যার কারণ ঘটাতে পারে। মিয়ানমারের নাগরিক এই রোহিঙ্গারা যাতে দ্রুত নিরাপদে এবং আত্মমর্যাদার সাথে তাদের দেশে ফিরে যেতে পারে, তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। আর এটাই এ সঙ্কট সমাধনের একমাত্র পথ।’

বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবস্থানের কারণে কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে বলেও জানান সরকার প্রধান। ভাষণে যুক্তরাজ্য ও বাংলাদেশের অর্ধ শতকের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয় দিনের লন্ডন সফর শেষে আগামী ৯ই নভেম্বর ইউনেসকোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments