Home আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রসম্ভার বাড়াচ্ছে চীন

পারমাণবিক অস্ত্রসম্ভার বাড়াচ্ছে চীন

দখিনের সময় ডেস্ক:

ধারণার চেয়েও দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্রসম্ভার বাড়াচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র সংখ্যার ব্যবধান কমিয়ে আনছে দেশটি। বুধবার(৩নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

২০২৭ সালের মধ্যে স্থানান্তরযোগ্য অন্তত ৭শ’ পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে উঠবে চীন। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা হাজার ছাড়াবে। সাবমেরিন, স্থল ও আকাশ থেকে ছুড়তে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতেও এগিয়ে যাচ্ছে দেশটি। সম্প্রতি এই খাতে দেশটির বিনিয়োগ বাড়ানোর কথাও উঠে এসেছে প্রতিবেদনে।

চীনের কাছে জল, স্থল এবং আকাশ থেকে ছোড়ার মতো পরমাণু অস্ত্র আছে বলে জানিয়েছে পেন্টাগন। এ পর্যন্ত যা কেবল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছেই আছে। শুধু তাই নয়, ইন্টারকন্টিনেন্টাল বা আন্তঃমহাদেশীয় পরমাণু অস্ত্রও এখন চীনের অস্ত্রভান্ডারে আছে। পেন্টাগনের বক্তব্য, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য চীন অন্তত তিনটি নতুন ক্ষেত্র তৈরি করছে। ভূগর্ভে তৈরি এসব স্থান থেকে আন্তঃমহাদেশীয় পরমাণু অস্ত্র ছোড়া সম্ভব।

পেন্টাগনের জানায়, আক্রমণের জন্যই শুধু চীন এভাবে পরমাণু অস্ত্রের শক্তি বৃদ্ধি করছে না। শক্তির পরীক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে টেক্কা দিতে চাইছে তারা। ক্ষমতার ভারসাম্যে নিজেদের ওজন অনেকটা বাড়িয়ে নিতে চাইছে। পাশাপাশি চাপ তৈরি করতে চাইছে যুক্তরাষ্ট্রের ওপর। এমনকি চাইলে তারাও যে সমান শক্তি নিয়ে আক্রমণ চালাতে পারে, সেই বার্তা দিয়ে রাখছে বেইজিং।

গত বছর এক প্রতিবেদনে এ ধরনের ২শ’ অস্ত্র থাকার কথা জানানো হলেও, এ বছরের প্রতিবেদনে তা ধারণার চেয়েও বেশি বলে স্বীকার করেছে পেন্টাগন। এই অগ্রগতিতে শঙ্কাও প্রকাশ করেছে পেন্টাগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments