Home Uncategorized পুলিশের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: বিএমপি কমিশনার

পুলিশের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: বিএমপি কমিশনার

কাজী হাফিজ:

বরিশাল মেট্রেপলিটান পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, প্রো-এ্যাক্টিভ পুলিশিং বাস্তবায়নের মাধ্যমে পুলিশ এখন জনগণের বাড়ি বাড়ি পৌছে গিয়েছে। অপরাধ নিবারণে পুলিশের পাশাপাশি জনগণেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের কাজে সহযোগিতা করা সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

আজ রোববার(৭ নভেম্বর) সকালে বিএমপি’র কাউনিয়া থানা চত্বরে “ওপেন হাউজ ডে ” অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বৈলেন বিএমপি কমিশনার। তিনি বলেন, জনমুখী পুলিশিং বাস্তবায়নে জনগণও পুলিশের পার্টনার। তাই কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে জনমুখি পুলিশিং বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

অনুষ্ঠানের শুরুতে বিগত ওপেন হাউজ ডে’ তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসাদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়। এরপর প্রধান অতিথি উপস্থিত ভুক্তভোগী জনগণের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা দেন।

এ সময় বরিশাল মেট্রেপলিটান পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, জনমুখী ও গনমুখী পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কর্মকান্ডে সক্রিয় থাকতে হবে। তবেই পুলিশ ও জনগণের পারস্পরিক অংশগ্রহনে একটি নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর  মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর  রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার-কাউনিয়া/এয়ারপাের্ট জোন,  মােঃ রবিউল ইসলাম শামিম, সহকরী পুলিশ কমিশনার ডিবি স্পেশাল ক্রাইম  মোঃ মেহেদী হাসান, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা আজিমুল করিমসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments