Home নির্বাচিত খবর কারো ভুলের জন্য সমগ্র বাহিনীকে যেন কলুষিত হতে না হয়: বিএমপি কমিশনার

কারো ভুলের জন্য সমগ্র বাহিনীকে যেন কলুষিত হতে না হয়: বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, শৃঙ্খলা আমাদের শক্তি। নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের কোন বিকল্প নেই। আজ রোববার(৭নভেম্বর) পুলিশ লাইন্স বরিশালে মাষ্টার প্যারেডে এ কথা বলেন পুলিশ কমিশনার। তিনি বলেন, কারো ভুলের জন্য সমগ্র বাহিনীকে যেন কলুষিত হতে না হয়।

বিএমপি কমিশনার বলেন, মাষ্টার প্যারেড শৃঙ্খলার একটা অংশ। আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা স্ট্যান্ডার্ড নষ্ট হয় এমন আচরণ থেকে বিরত থাকা, শৃঙ্খলা আরো বৃদ্ধি, নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের কোন বিকল্প নেই। এ সময় তিনি বলেন, শৃঙ্খলা আমাদের শক্তি। মাষ্টার প্যারেড শৃঙ্খলার একটা অংশ, আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা স্ট্যান্ডার্ড নষ্ট হয় এমন আচরণ থেকে বিরত থাকতে, শৃঙ্খলা আরো বাড়াতে, নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের কোন বিকল্প নেই। নিজ যোগ্যতা বলে মেধাবী ছেলেমেয়েরা সেবাধর্মী সার্ভিস বাংলাদেশ পুলিশে মনোনীত হয়ে আসছেন। সূদুর অতীতে পুলিশের নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সেগুলো থেকে উঠে এসে একদম নির্ভেজাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নতুন সদস্য যাঁরা আসছে এবং আসবে তাদের মধ্যে যদি কোন অসৎ উদ্দেশ্য থাকে তবে সেগুলোকে প্রথমেই ঝেড়ে ফেলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, আমরা বাংলাদেশ পুলিশের একেকজন এম্বাসেডর তথা ইউনিফর্মড বাহিনী, কোন একজনের ভুলের জন্য সমগ্র বাহিনীকে কলুষিত হতে হয়। সুতরাং সততা, কর্তব্যপরায়নতা ও উন্নত মানসিকতার মাধ্যমে মানবাধিকার সমুন্নত রেখে যথাযথ নিয়মে জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করতে হবে।

এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্স বিএমপি  প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন  এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন)  মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, , উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা  মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

প্যারেড কমান্ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি  মোঃ ফারুক হোসেন ও সহকারী প্যারেড কমান্ডার পুলিশ পরিদর্শক (আরআই)  মোঃ মোবাক্ষের হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments