Home সারাদেশ বাউফলে দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যু

বাউফলে দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যু

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা গর্ভবতী মাকে ক্লিনিকে নিয়ে সিজার ও দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। গতকাল শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বারে গড়ে উঠা সেবা ডায়গনোস্টিক ও ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার নওমালা ইউপির পূর্ব নওমালা গ্রামের খলিল সরদার’র অন্তঃস্বত্তা স্ত্রী হামিদা খাতুন (২৫) কে নিয়ে শনিবার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতালে কর্মরত পরিবার কল্যান পরিদর্শিকা রেখা বেগম’র পরামর্শে ওই দিন বিকাল ৩টায় সেবা ডায়াগনস্টিক ও ক্লিনিকে ভর্তি করা হয়। বিকাল ৪টায় ওই গর্ভবতী মায়ের সিজার শেষে মা-শিশু সুস্থ্য আছে ক্লিনিক কর্তৃপক্ষ এমন বার্তা দেয় পরিবারের কাছে সফল হয়েছে।

দু’ঘন্টা পরিচর্যা অজুহাতে লুকোচুরি খেলা শেষে নবজাতকের অসুস্থ্য বলে বরিশাল শেবাচিমে প্রেরণ করার কথা জানায় ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু প্রসূতি মা হামিদা ও শিশুর কাছে গিয়ে অভিভাবক খলিল সরদার নিজের নবজাতক সন্তানকে মৃত্যু দেখতে পায়। এ সময় খলিল সরদারের আর্ত চিৎকারে নিচে অপেক্ষারত স্বজনরা উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কান্নায় ভেঙে পরেন।

প্রসূতির স্বামী ও স্বজনরা স্থানীয় সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, দায়িত্ব অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ শিশুর মৃত্যুর খবর চাপা দিতে দু’ঘন্টা লুকোচুরি করে মৃত্যু নিশ্চিত হয়ে উন্নত চিকিৎসা দেয়ার জন্য শেবাচিমে প্রেরণের পরামর্শ দিয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বারে গাড়ে ওঠা ক্লিনিকটিতে প্রতিবছর একাধিক দূর্ঘটনা ঘটলেও অদৃশ্য কারণে কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সরকারি হাসপাতাল থেকে ফুসলিয়ে ক্লিনিকে নিয়ে সন্তান প্রসবের বিষয়ে জানতে চাইলে তিনি তার ব্যবহৃত মুঠোফোন এ একাধীক বার ফোন ও ক্ষুদে বার্তা পাঠালেও তার কোন জবাব পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে সেবা ডায়াগনস্টিক ও ক্লিনিকের কর্তৃপক্ষ মো. নাজমুল হক মিলন বলেন, একটি শিশু মারা গেছে। এ দায় আমাদের নয়, ডাক্তার সবকিছুর জন্য দায়ী।

দায়িত্বরত চিকিৎস্যক আহম্মেদ কামাল জানান, বাচ্চা অক্সিজেন কম পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা উন্নত চিকিৎস্যার অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments