Home শীর্ষ খবর স্বাধীনতার জন্যই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে: ডক্টর মালেক

স্বাধীনতার জন্যই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে: ডক্টর মালেক

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশ স্বাধীন না হলে শাসনের নামে যে দুর্বৃত্তরা লুন্ঠন করেছে তাদের অধীনেই আমদেরকে থাকতে হতো।

আজ রোববার সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে তথ্য অধিকার বাস্তবায়নে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তথ্য আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডক্টর আবদুল মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আবদুল মালেক বলেন, বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্রের কথা বলেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছেন। ভূমিহীনদের মধ্যে বিতরণ করেছেন খাস জমি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর সকল ক্ষেত্রে দর্বৃত্তায়ন করা হয়েছে।

ডক্টার মালেক বলেন, ২১ বছরের প্রচেষ্টার পর অপশক্তির কবল থেকে মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত গতিতে দেশকে উন্নয়নের স্বর্ণদ্বারে পৌছেদিয়েছেন। তিনি বলেন,  এক সময় আমরা কর্য করতার, এখন আমরা কর্য দিচ্ছি। এ প্রসঙ্গে তথ্য কমিশনার বলেন, যারা কর্য দেয় এবং যারা কর্য নেয় তাদের মধ্যে মর্যাগত পার্থক্য আছে। এখন আমরা কর্য দেবার মতো মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। এখন আমাদের পর্যাপ্ত স্বর্ন আছে, বিলিয়ন ডলার রিজার্ভও আছে।

বরিশাল সার্কিট হাইজ মিলনায়তনে তথ্য অধিকার বাস্তবায়নে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তথ্য আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক । ছবি: দখিনের সময়

ডক্টর আবদুল মালেক বলেন, ন্যায়পরায়নতা, সততা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ব্যবস্থা করা হয়েছে। সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়নতার জন্যই তথ্য অধিকার আইন করা হয়েছে বলে মন্তব্য করে তথ্য কমিশনার বলেন, দুর্নীতি করে যখন ফাইনাল বিছানায় যাবেন তখন অনুতাপ করা ছাড়া আর কিছু করার থাকবে না।
বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল তার বক্তৃতায় বলেন, বরিশালকে অন্য জেলা অনুস্মরণ করছে। বরিশালকে নিয়ে গর্ব করার মাত্র আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেন বিভাগীয় কমিশনার। ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে কোন অঘটন না ঘটার কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার এ জন্য জনগণ ও জনপ্রতিনিধিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তথ্য প্রাপ্তির বিষয়টিকে অধিকার হিসেবে পুনঃউল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, আমাদের পদটি বড় নয়, কাজটিই বড়। তিনি বলেন, আমরা বীরের জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়াতে চাই।  এ জন্য দরকার মানুষের জন্য ভালোবাসা ও সুশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments