Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ হত্যা মামলায় গ্রেপ্তার জাকিরুল হোসেন ও সাইফুল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার(১৫নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানা পুলিশের এসআই সানাউল হক আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে রোববার(১৪নভেম্বর) ওই দু’জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি জাকিরুলের সঙ্গে ভুক্তভোগী আনোয়ার শহীদের ৭-৮ বছরের সম্পর্ক। ব্যবসা করার কথা বলে আনোয়ার শহিদের কাছ থেকে ১২ লাখ টাকা নেন জাকিরুল। কথা ছিল প্রতি মাসে তাকে লভ্যাংশের টাকা দেওয়া হবে। জাকিরুল লভ্যাংশ হিসাবে বিভিন্ন সময়ে আনোয়ারকে প্রায় ১ লাখ টাকা পরিশোধও করেন। জাকিরুলের পরিচিত সাইফুলকে পিয়নের চাকরি দেওয়ার কথা বলে আনোয়ার ১ লাখ টাকা নেন। কিন্তু চাকরি দিতে পারেননি এবং টাকাও ফেরত দেননি। ফলে জাকিরুল সিদ্ধান্ত নেন আনোয়ার শহিদকে মেরে ফেলার। তাহলে তার কাছ থেকে নেওয়া ১২ লাখ টাকা ফেরত দিতে হবে না তাকে।

অপরদিকে চাকরির জন্য ১ লাখ টাকা ফেরত না পেয়ে সাইফুলও ক্ষুদ্ধ ছিলেন। তাই তারা দু’জনে মিলে আনোয়ার শহিদকে খুনের পরিকল্পনা করেন।  পরিকল্প অনুযায়ী, জাকিরুল গত ১১ নভেম্বর সন্ধ্যায় আনোয়ার শহীদকে শ্যামলীর হানিফ বাস কাউন্টারের সামনে ডেকে নেন। এরপর জাকিরুল তাকে নিয়ে হেঁটে শ্যামলীর হলিল্যান্ড গলিতে ঢোকেন। পরিকল্পনা অনুযায়ী, সেখানে আগে থেকেই চাকুসহ অবস্থান করছিলেন সাইফুল। তারা ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করেন সাইফুল। পরে জাকিরুলসহ তারা দু’জন পালিয়ে যান।

আসামিদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদনের শুনানিতে আইনজীবী বলেন, আসামি সাইফুলই ভিকটিমাইজড। চাকরির জন্য আনোয়ার শহিদকে এক লাখ টাকা দেন। কিন্তু তিনি তাকে চাকরিও দেননি, টাকাও ফেরত দেননি। এরপর তার সঙ্গে সাইফুলের কোনো যোগাযোগ নেই। কে বা কারা তাকে খুন করেছে তা তিনি জানেন না। আর তিনি যে জড়িত এমন কোনো প্রমাণও নেই। আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। এজন্য তাদের জামিন প্রার্থনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments