Home সারাদেশ মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও দুই মামলা

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও দুই মামলা

দখিনের সময় ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযোদ্ধাদের নিয়ে উসকানিমুলক বক্তব্য দেয়ার অভিযোগে মাদারীপুরে এক আইনজীবী ও পঞ্চগড়ে এক মুক্তিযোদ্ধার সন্তান গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার (২৫শে নভেম্বর) দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলাটি দায়ের করেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. বাবুল আকতার।

চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন। মামলার বিবরণে জানা যায়, গাজীপুর সিটি কর্রোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম গত সেপ্টেম্বর মাসের যে কোন দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযোদ্ধাদের নিয়ে উসকানিমুলক বক্তব্য দেন। গোপনে ধারণকৃত মেয়রের দেয়া ওই বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এবং মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে একে অপরের ওপর আক্রমণ করার সম্ভাবনা দেখা দিয়েছে। যার কারণে সাধারণ জনগণসহ সকল শ্রেণিপেশার মানুষ বিক্ষুব্ধ হয়েছে এবং দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এদিকে, মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে মামলা করেছেন মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সৌরভ। আজ বৃহস্পতিবার (২৫শে নভেম্বর) দুপুরে তিনি পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সরকার সিআইডিকে তদন্ত করে আগামী ৫ই জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই: ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেন, এই সরকারের ব্যর্থ...

৬টি পদে সরকারি চাকরি, এসএসসি পাসেই আবেদন

দখিনের সময় ডেস্ক: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ১১ থেকে ২০ তম গ্রেডে ৮৫ জনকে নিয়োগের জন্য এ...

নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো

দখিনের সময় ডেস্ক: অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করে দেন বা ফোনটি বদলে নেন। পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার সময়...

খেজুর ভেজানো পানি খেলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: খেজুর সবচেয়ে জনপ্রিয় শুকনো ফলের মধ্যে অন্যতম। এর স্টিকি টেক্সচার এবং প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ সবাই পছন্দ করেন। সেইসঙ্গে এটি প্রয়োজনীয় ভিটামিন এবং...

Recent Comments