Home শিক্ষা স্কুলে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ

স্কুলে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ

দখিনের সময় ডেস্ক :

অনলাইনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন গ্রহণ শুরু আজ। চলবে ৮ই ডিসেম্বর পর্যন্ত। এরইমধ্যে স্কুলগুলো তাদের প্রয়োজনীয় তথ্য সরকারকে জানিয়েছে।

করোনার সংক্রমণ ঠেকাতে ও শিক্ষার গুণগত মান বাড়াতে এই পদ্ধতি নিচ্ছে সরকার। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে আবেদন এবং লটারি, সব অনলাইনেই কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হবে।

সরকারের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল থেকে কোন ভর্তি ফরম দেয়া হবে না। আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে। আজ থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ফি ধরা হয়েছে ১১০ টাকা। সরকারি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে, সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য। আর বেসরকারি স্কুলে লিল্লাহ বোর্ডিংয়ের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে।

সরকারের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

  • স্কুল থেকে কোন ভর্তি ফরম দেয়া হবে না।

  • আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে।

  • ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। তা আর বদল করা যাবে না।

  • লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোও নিজ নিজ ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করবে। কোনো ভর্তি পরীক্ষা নেয়া যাবে না।

  • সরকারি স্কুলের লটারি আগামী ১৫ই ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি অনুষ্ঠিত হবে ১৯শে ডিসেম্বর।

করোনার আগে প্রথম শ্রেণিতে লটারি এবং অন্যান্য শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments