Home সারাদেশ বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

খালিদ সাইফুল্লাহ ॥
বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ও কৃষক সমাবেশ রবিবার (৪ অক্টোবর) রহমতপুরের আরএআরএস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের স্মল অ্যান্ড মার্জিনাল সাইজড ফার্মারস এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইমপ্রোভমেন্ট অ্যান্ড ডাইভার্সিফিকেশন ফাইন্যান্সিং (এসএমএপি)প্রজেক্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন খাঁন। সম্মানিত অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাফি উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ভাসমান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং পিএসও ড. মো. আলিমুর রহমান। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রায়হানুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. রাজি উদ্দিন, মো. আলিমুর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসএমএপি প্রকল্পের আওতাধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি, প্রাণিসম্পদ ও কৃষি যন্ত্রপাতির ওপর জামানতবিহীন ঋণ বিতরণ করা হয়। এ কার্যক্রম ২০১৫ সাল হতে চলমান আছে। ২০২৯ সালে শেষ হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নজিরবিহীন বেনজীর

সবাই জানেন, বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের আইজি ছিলেন। গুণধর এই ব্যক্তির আগে আইজিপি পদে ছিলেন ২৮ জন। আর আইজিদের মধ্যে মহা-নজিরবিহীন অঘটন ঘটিয়েছেন বেনজীর...

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে এখন থেকে তিনি ও তার...

মাঝ-আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে একজন নিহত, আহত ৩০

দখিনের সময় ডেস্ক: মাঝ-আকাশে ঝোড়োগতির বাতাসের জেরে তীব্র ঝাঁকুনিতে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের অন্তত এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত...

নতুন করে বিয়ে নিয়ে মোনালিসার ভাবনা

দখিনের সময় ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন। বিয়ের পর ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্ক...

Recent Comments