Home বিশেষ প্রতিবেদন শেষই হচ্ছে না রাজনীতিক-আমলাসহ হাজারো ব্যক্তির দুদকের অনুসন্ধান-তদন্ত

শেষই হচ্ছে না রাজনীতিক-আমলাসহ হাজারো ব্যক্তির দুদকের অনুসন্ধান-তদন্ত

বিশেষ প্রতিনিধি:

রাজনীতিক-আমলাসহ হাজারো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাইলবন্ধী বছরের পর বছর। মেয়াদ শেষ হলেও অনুসন্ধান-তদন্তের নেই অগ্রগতি। বিভিন্ন রাজনীতিক, ব্যবসায়ী, ব্যাংক মালিক, আমলাসহ একহাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাইলবন্ধী হয়ে আছে বছরের পর বছর। আবার যেসব অভিযোগ অনুসন্ধান করে দুদক মামলা করেছে মেয়াদোত্তীর্ণ এমন তদন্তের সংখ্যাও দুইশোর বেশি। সবমিলে সংস্থাটির এক চতুর্থাংশ দুর্নীতির অনুসন্ধান এবং তদন্তেরই মেয়াদ শেষ।

দুদকের পরিসংখ্যান বলছে, কমিশনে এখন ৩ হাজার ৮৭৪টি অনুসন্ধান চলছে। যারমধ্যে ১ হাজার ১১৯টির অনুসন্ধান নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি। আর তদন্ত পর্যায়ে মোট মামলার সংখ্যা ১ হাজার ৫২১টি। যার মধ্যে ২০৩টি মামলার তদন্তের মেয়াদ শেষ হয়ে গেছে। সবমিলে এক চতুর্থাংশ অনুসন্ধান এবং তদন্তই মেয়াদোত্তীর্ণ। শুধু অনুসন্ধান নয়, আলোচিত কিছু দুর্নীতির অভিযোগে দুদক মামলা করলেও তদন্ত আর শেষ হয়নি। বেসিক ব্যাংক থেকে ঋণ জালিয়াতির ঘটনায় দুদক ২০১৫ সালে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীসহ ১২০জনের বিরুদ্ধে ৫৬টি মামলা করে। ছয় বছরে একটি মামলারও তদন্ত শেষ হয়নি। অথচ আইনে মামলার তদন্ত ১৮০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

২০১৮ সালের ২ এপ্রিল বিএনপি নেতা নজরুল ইসলাম খান, খোন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির আট নেতার বিরুদ্ধে অনুসন্ধানের ফাইল খোলে দুর্নীতি দমন কমিশন। এসব নেতার বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়। প্রায় চার বছরেও অনুসন্ধান আর শেষ হয়নি। ২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযানের পর আওয়ামী লীগের সংসদ সংসদ শামসুল হক চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন, নুরুন্নবী চৌধুরী শাওনসহ ৫ জনের নামে আলাদা দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। কিন্তু দুই বছর পার হলেও এসব দুর্নীতির ফাইলের কোনো অগ্রগতি নেই। অথচ দুদক আইনে সর্বোচ্চ ৭৫দিনের মধ্যে অনুসন্ধান শেষ করার নির্দেশনা রয়েছে।

দুদক কমিশনার জহুরুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, জনবল সংকটের কথা। তিনি বলেন, কোন কারণে হয়ত তদন্ত শেষ করা হয়নি। আমাদের অফিসার সংকটের কারণেও হতে পারে। আমরা অফিসার নিয়োগ করছি,তদন্ত কর্মকর্তা বাড়ছে। এখন আগের চেয়ে দ্রুত কাজ হবে। নির্দিষ্ট সময়ে অনুসন্ধান ও তদন্ত শেষ করতে কমিশন এখন কঠোর হচ্ছে বলেও জানান সংস্থাটির অন্যতম প্রধান এই কর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments