Home শীর্ষ খবর ষড়যন্ত্র মোকাবিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই: বেনজীর আহমেদ

ষড়যন্ত্র মোকাবিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই: বেনজীর আহমেদ

দখিনের সময় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। ষড়যন্ত্র মোকাবিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই। আমরা বিজয়ী জাতি। বাংলাদেশের মানুষ পরাজয় মানে না। এ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না।

সোমবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নেতা মোদের শেখ মুজিব’ গ্রন্থ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশে অনেক ক্ষেত্রে পাইওনিয়ার। কারণ আমাদের বঙ্গবন্ধু ছিলেন। তিনি আমাদের বিশ্বাস দিয়ে গেছেন। অর্জনের পথ দেখিয়ে গেছেন। পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, ‘আগে মেহমান বাড়িতে আসলে পানি চিনি দিয়ে আপ্যায়ন করা হতো। আর সেই সময়ের চিকিৎসা ছিল ঝাড়ফুঁক। মানুষ মনে করত ঝাড়ফুঁক সবচেয়ে বড় চিকিৎসা। বর্তমানে ১১ কোটি মানুষ মোবাইল সিম ব্যবহার করছেন। সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখল দেশে সাড়ে চার লাখ টনের খাদ্যের ঘাটতি। এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শরীয়তপুরে রাস্তার পাশে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী

দখিনের সময় ডেস্ক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গ্রামীণ সড়কের পাশে ১০টি ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের...

আগে সংস্কার পরে নির্বাচন: পরিবেশ উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: নির্বাচন অন্তবর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেযা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, গণ অভুত্থান নির্বাচনের...

বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন জাপানের বিরোধী দলের প্রধান

দখিনের সময় ডেস্ক: জাপানের বিরোধী দলের প্রধান ইউইচিরো তামাকি একজন মডেলের সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ...

প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল ১১৮ সাংবাদিকের

দখিনের সময় ডেস্ক: আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। অধিদপ্তর থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত...

Recent Comments