Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি দুবাই বসেই ঢাকায় সন্ত্রাস চালায় জিসান,  গুলি করার জন্য ব্যবহার করা হয়...

দুবাই বসেই ঢাকায় সন্ত্রাস চালায় জিসান,  গুলি করার জন্য ব্যবহার করা হয় নিম্ন আয়ের যুবকদের

দখিনের সময় ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পালিয়ে অবস্থান নেওয়া শীর্ষ সন্ত্রাসী জিসান ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও টার্গেটেড হত্যাকাণ্ডের নেটওয়ার্ক পরিচালনা করছেন। কাশিমপুর কারাগারে থাকা দুই দন্ডপ্রাপ্ত আসামির সঙ্গেও তার যোগসাজশ রয়েছে। র‌্যাব বলছে, টাকার প্রয়োজন হলেই দুবাই ও কারাগার নিয়ে গড়ে তোলা নেটওয়ার্কটি মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের বিভিন্ন স্থানে টার্গেট নির্ধারণ করে শীর্ষ সন্ত্রাসী জিসান।

টার্গেটেড ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে স্থানীয় ছিঁচকে মাস্তানরা। চাঁদা না পেলে এসব মাস্তান গুলি করে তাদের হত্যাও করে। গুলি করার জন্য ব্যবহার করা হয় নিম্ন আয়ের যুবকদের। তারা টাকার বিনিময়ে গুলি করে।

শীর্ষ সন্ত্রাসী জিসান ও তার ভাই শামীম দুবাইয়ে পালিয়ে আছেন। সেখানে বসে তিনি দেশের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করেন। এসব কাজে তাকে সহযোগিতা করে কাশিমপুর কারাগারে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি মুন্না এবং মামুন ওরফে ছক্কা মামুন। কারাগারে বসে মোবাইল ফোনে এ দুজন আবার তাদের অনুসারী ক্যাডারদের দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও হত্যাকান্ড করে থাকে।

গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব বাড্ডার আলিফ নগর এলাকায় জেনারেটর ব্যবসায়ী শহিদুল ইসলাম খান টুটুলকে গুলি করে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে মাস্তানরা। সন্ত্রাসী জিসানের নামে এ চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেন ডিবি পুলিশ কর্মকর্তারা। ফুটেজ পর্যালোচনা করে গত ২১ ডিসেম্বর ওই ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী নাসিরকে গ্রেফতার করে পুলিশ। ২২ ডিসেম্বর সে আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে ওমর খৈয়াম নিরু, জীবন হোসেন, ফারহান মাসুদ সোহান, নাঈম, রানা ও কাওছার আহমেদ ইমনসহ বিভিন্ন অপরাধীর নাম উল্লেখ করে।

হাফিজ আক্তার বলেন, দুবাইয়ে অবস্থানরত জিসান ও তার ভাই শামিম এবং কাশিমপুর কারাগারে থাকা ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মামুনের ক্যাডার সোহান, ইমন, জীবন এবং নিরুর টাকার প্রয়োজন হলে তারা এলাকার বড় ভাই মহিন উদ্দিন জালালের কাছে যায় এবং একটি কাজ বা টার্গেট দেওয়ার জন্য বলে। পরবর্তী সময়ে মহিন উদ্দিন জালাল জেনারেটর ব্যবসায়ী শহিদুল ইসলাম টুটুলের খোঁজ দেয়।

নিরু, জীবন এবং ইমন কাজটি করার জন্য নাসিরকে ঠিক করে। কীভাবে গুলি করতে হবে অর্থাৎ পিস্তল চালাতে হয় তা বাসের হেলপার নাসিরকে শিখিয়ে দেয় ক্যাডার জীবন হোসেন। গত ২০ ডিসেম্বর সকালে জীবন এবং নাঈম নাসিরকে অস্ত্র দিলেও ওই দিন নাসির গুলি করতে যেতে পারেনি। পরের দিন বিকালে নাসির তার সহযোগী রানাকে নিয়ে টুটুলের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে হত্যার হুমকি দেয় এবং চাঁদা দেওয়ার কথা বলে। এতে ব্যবসায়ী রাজি না হলে তাকে গুলি করা হয়। এরপর নাসির অস্ত্রটি রামপুরা ব্রিজের কাছে গিয়ে জীবনের কাছে ফেরত দেয়। যে অস্ত্র ব্যবহার করে ব্যবসায়ী টুটুলের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে গুলি করা হয়, সেই অস্ত্র জীবনের কাছ থেকে জব্দ করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা সবাই দুবাই প্রবাসী চিহ্নিত সন্ত্রাসী জিসানের ক্যাডার বলে স্বীকার করেছে।

তথ্যপ্রযুক্তির উপাত্ত বিশ্লেষণ করে দুবাই প্রবাসী সন্ত্রাসী জিসানের সঙ্গে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দক্ষিণ বাড্ডায় ২০০৬ সালের ফোর মার্ডার মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত এবং বর্তমানে কাশিমপুর কারাগারে অবস্থানরত মামুন ওরফে ছক্কা মামুনের সঙ্গে তাদের সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। মূলত মামুন ও ছক্কা মামুনের মাধ্যমে জিসানের সঙ্গে ক্যাডার জীবনের পরিচয় হয়। জিসান কাশিমপুর কারাগারে থাকা মামুনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। পরবর্তী সময়ে জীবনের মাধ্যমে জিসানের সঙ্গে সোহান এবং অন্যদের পরিচয় হয়। তারা হোয়াটসঅ্যাপে তাদের যোগাযোগ রক্ষা করত। জিসানের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে অস্ত্র পাওয়ার কথা স্বীকার করেছে সোহান।

ব্যবসায়ী টুটুলকে যারা গুলি করেছে, তারা সবাই নিম্ন আয়ের মানুষ। সন্ত্রাসীরা তাদের ব্যবহার করেছে। তারা টাকার বিনিময়ে গুলি করে। গ্রেফতার হওয়া সাত সন্ত্রাসীর মধ্যে চারজনের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনজন বিএনপি ও একজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তারা রাজনৈতিক আশ্রয় পাওয়ারও চেষ্টা করে। জিসানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments