Home অন্যান্য বরিশালে সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় বিইউপিসির প্রতিবাদ ও নিন্দা

বরিশালে সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় বিইউপিসির প্রতিবাদ ও নিন্দা

দখিনের সময় ডেস্ক

সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বরিশালের সাংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুমাইয়া আখতার তারিন ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম সোহাগ এক যৌগ বিবৃতির মাধ্যমে এই নিন্দা, প্রতিবাদ ও দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশ করার স্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সাংবাদকর্মীদের ওপর হামলার শিকার হওয়া সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এভাবে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলে সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হবে এবং নবীনরা সাংবদিকতার প্রাত আগ্রহ হারাবে।

উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘটিকায় বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বরিশালের সাংবাদকর্মীদের ওপর হামলার শিকার হয়। হামলায় স্থানীয় পত্রিকা ও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অন্তত ২০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে বরিশাল শের ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন। এছাড়াও হামলার সময় সাংবাদিকদের ৫টি মটরসাইকেলসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

Recent Comments