Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প, চেয়ারম্যান সেলিমের কব্জায় ১০৬ দলিল

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প, চেয়ারম্যান সেলিমের কব্জায় ১০৬ দলিল

দখিনের সময় ডেস্ক:

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের জমি অধিগ্রহণের মাধ্যমে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার বিষয়টি জানাজানি হলে আত্মরক্ষায় বিকল্প পথ খুঁজতে শুরু করেছে জড়িতরা। তাদের সেই চেষ্টা প্রশাসনিক বাধার মুখে থমকে যাওয়ায় বিকল্প হিসেবে এখন তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। সিন্ডিকেটের অন্তত দুজনের করা পৃথক দুটি রিটের ওপর হাইকোর্টে শুনানি চলছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর থানার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের নেতৃত্বে ওই সিন্ডিকেটে সদস্য মাত্র চার-পাঁচজন। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত সাড়ে ৬২ একর জমির জন্য চিহ্নিত ১৮২টি দলিলের মধ্যে ১৩৯টিই অস্বাভাবিক উচ্চমূল্যের। সিন্ডিকেটটি এসব দলিল সম্পাদন করে ২০১৯ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়টি স্থাপনে খসড়া আইন পাসের পর থেকে।

চাঁদপুর জেলা প্রশাসকের এক প্রতিবেদন অনুযায়ী, সরকারের কাছ থেকে তিনগুণ দরে অধিগ্রহণের মাধ্যমে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা লুটে নেওয়ার জন্য উচ্চমূল্যের এসব দলিল সম্পাদন করে তারা। বাস্তবে বাজার দর এবং সেলিম খানের আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, এসব জমি ২৩ থেকে ২৪ হাজার টাকা শতাংশ দর হলেও দলিলগুলো সম্পাদন করা হয় গড়ে ২০ গুণ বেশি দরে। এক লাখ টাকা থেকে ৫ লাখ টাকা শতাংশ দরে উচ্চমূল্যের এমন দলিলের সংখ্যা ১৩৯টি।

এই ১৩৯টি দলিল বিবেচনায় না নিলে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ ব্যয় দাঁড়ায় ১৯৩ কোটি টাকা। তবে এসব দলিল বিবেচনায় নিয়ে হিসাব করলে ব্যয় দাঁড়ায় ৫৫৩ কোটি টাকা।

এই ১৩৯টি দলিলের মালিক যারা তারাই মূলত লুটপাটের আয়োজনে জড়িত। এসব উচ্চমূল্যের দলিলের মধ্যে ১০৬টির দলিল চেয়ারম্যান সেলিম খান ও তার পরিবারের চার সদস্যের নামে। বাকি ৩৩টি দলিলের মধ্যে জাওয়াদুর রহিম ওয়াদুদের নামে ৬টি, মোহাম্মদ জাহিদুল ইসলামের নামে ৭টি, জুয়েলের নামে ৯টি এবং মো. আইয়ুব আলীর নামে ১০ দলিল রয়েছে। জানা গেছে, জড়িতরা উচ্চমূল্যের এসব দলিলের মাধ্যমে অধিগ্রহণের ফায়দা লুটতে না পেরে এখন তারা উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে একাধিক রিট আবেদন করেছেন। আর এসব রিট মামলার শুনানিকালে জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলেও আদালত সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments