Home বরিশাল বরিশালে জাতীয় পার্টির ভরসা তাপস

বরিশালে জাতীয় পার্টির ভরসা তাপস

দখিনের সময় ডেস্ক :
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির ভরসার স্থল দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। ঘোষণায় ইকবাল হোসেন তাপসকে মনোনয়ন প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মেয়র পদের মনোনয়নপত্র ইকবাল হোসেন তাপসের হাতে তুলে দেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলা ভুইয়া এবং সাংস্কৃতিক পার্টির আহবায়ক শরীফা কাদের উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, গতবারের মতো এবারও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি নির্বাচিত হতে পারলে রাজনৈতিক সহবস্থান তৈরি করা অর্থাৎ দলমত নির্বিশেষে মহানগরের সব মানুষদের সমন্বয় করে একটি সুন্দর সবল মহানগর গঠনে কাজ করব।

তিনি বলেন, আমার উদ্দেশ্য কেন্দ্রের অর্থায়নে মুখাপেক্ষী না থেকে সিটি করপোরেশনের মানুষদের নিয়ে লাভজনক প্রকল্প গ্রহণ করে সিটি করপোরেশনের আয় বৃদ্ধি কিভাবে করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া, মহানগরবাসীর ওপর করের বোঝা কমিয়ে আনা, বর্ধিত এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি করা, মৃত খালগুলো পুনরুদ্ধার করা , নগরবাসীকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া। মা ও শিশুদের জন্য হাসপাতাল স্থাপন, নগরবাসীকে মাদকের অভিশাপ থেকে মুক্ত এবং লঞ্চঘাট, বাসস্ট্যান্ড চাঁদাবাজ মুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments