Home বিশেষ প্রতিবেদন পুলিশের সঙ্গে যুবকের বেপরোয়া আচরণ প্রকাশ্যে, সমঝোতা গোপনে!

পুলিশের সঙ্গে যুবকের বেপরোয়া আচরণ প্রকাশ্যে, সমঝোতা গোপনে!

দখিনের সময় প্রতিবেদন:

বরিশাল নগরীতে কর্তব্যরত ট্রাফিক কনেস্টবলের সঙ্গে রগচটা এক যুবকের মারমুখি বেপোরোয়া আচরণ করেছে প্রক্যাশ্যে। কিন্তু সমঝোতা হয়েছে গোপনে। এ ব্যাপারে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মার্কেট সমিতির নেতৃবৃন্দের অনুরোধ এবং অসাদাচরণকারী যুবকটির পিতার শাসনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তেমন কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রোববার(২৫ অক্টোবর) নগরীর চকবাজার এলাকায় কর্তব্যরত ছিলেন ট্রাফিক কনেষ্টবল পিন্টু। ট্রাফিক ব্যবস্থাপনা অনুসারে চকের পুল হয়ে চকবাজার এলাকায় হলুদ অটো এবং ব্যাটারী চালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। কর্তব্যরত পুলিশ কনেষ্টবল এই বিষয়টিই নিশ্চিত করছিলো। কিন্তু নিষেধাজ্ঞা উপক্ষো করে উল্লেখিত সুঠামদেহী যুবকটি হলুদ অটোরিকশা প্রবেশ করানোর জন্য গো ধরে। তার দাবি, মালামাল নিয়ে ৪৮ চকবাজারে অবস্থিত এম এ রসিদ সেন্টারে যাবেই। কিন্তু কর্তব্যরত কনেষ্টবল এতে রাজি হচ্ছিলেন না। এতে এক পর্যায়ে উল্লেখিত যুবকটি মহাক্ষিপ্ত হয়ে ওঠে। প্রকাশ্যে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এসময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। লক্ষনীয় বিষয় হচ্ছে, যুবকটি মারমুখি হযে উঠলেও পুলিশ কনেষ্টবল পিন্টু অসীম পেশাদারিত্বের পরিচয় দেন।

প্রায় ১৫ মিনিট অকথ্য ভাষায় গালিগালাজ করা পর যুবকটি চলে যায়। কিন্তু প্রায় ৫/৬ মিনিট পর আবার এসে পুলিশ কনেস্টবলের সঙ্গে আবার চরম অসৌজন্য আচরণ শুরু করে। এ সময় সে ফেইসবুকে লাইভ করা শুরু করে। ফলে সড়কে আবার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কিছুক্ষণ পর রানা নামে একজন সার্জেন্ট ঘটনাস্থলে আসেন। ততক্ষণে বেপরোয়া যুকটির মা-বাবা ঘটনাস্থলে হাজির হন। তারা সমঝোতার চেষ্টা প্রস্তাব দেন।

সূত্রমতে, উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতে ঘন্টাখানেক পর ‘সমঝোতা’ হয়েছে। তবে কথিক এ সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাযায়নি। কারণ সমঝোতা হয়েছে গোপনে! তবে এ ব্যাপারে থানায় জিডি হয়েছে বলে জানাগেছে। এ জিডির বিষয়ে তদন্ত করার দায়িত্ব এসআই আশরাফুল আলমকে দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments