Home বিশেষ প্রতিবেদন পুলিশের সঙ্গে যুবকের বেপরোয়া আচরণ প্রকাশ্যে, সমঝোতা গোপনে!

পুলিশের সঙ্গে যুবকের বেপরোয়া আচরণ প্রকাশ্যে, সমঝোতা গোপনে!

দখিনের সময় প্রতিবেদন:

বরিশাল নগরীতে কর্তব্যরত ট্রাফিক কনেস্টবলের সঙ্গে রগচটা এক যুবকের মারমুখি বেপোরোয়া আচরণ করেছে প্রক্যাশ্যে। কিন্তু সমঝোতা হয়েছে গোপনে। এ ব্যাপারে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মার্কেট সমিতির নেতৃবৃন্দের অনুরোধ এবং অসাদাচরণকারী যুবকটির পিতার শাসনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তেমন কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রোববার(২৫ অক্টোবর) নগরীর চকবাজার এলাকায় কর্তব্যরত ছিলেন ট্রাফিক কনেষ্টবল পিন্টু। ট্রাফিক ব্যবস্থাপনা অনুসারে চকের পুল হয়ে চকবাজার এলাকায় হলুদ অটো এবং ব্যাটারী চালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। কর্তব্যরত পুলিশ কনেষ্টবল এই বিষয়টিই নিশ্চিত করছিলো। কিন্তু নিষেধাজ্ঞা উপক্ষো করে উল্লেখিত সুঠামদেহী যুবকটি হলুদ অটোরিকশা প্রবেশ করানোর জন্য গো ধরে। তার দাবি, মালামাল নিয়ে ৪৮ চকবাজারে অবস্থিত এম এ রসিদ সেন্টারে যাবেই। কিন্তু কর্তব্যরত কনেষ্টবল এতে রাজি হচ্ছিলেন না। এতে এক পর্যায়ে উল্লেখিত যুবকটি মহাক্ষিপ্ত হয়ে ওঠে। প্রকাশ্যে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এসময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। লক্ষনীয় বিষয় হচ্ছে, যুবকটি মারমুখি হযে উঠলেও পুলিশ কনেষ্টবল পিন্টু অসীম পেশাদারিত্বের পরিচয় দেন।

প্রায় ১৫ মিনিট অকথ্য ভাষায় গালিগালাজ করা পর যুবকটি চলে যায়। কিন্তু প্রায় ৫/৬ মিনিট পর আবার এসে পুলিশ কনেস্টবলের সঙ্গে আবার চরম অসৌজন্য আচরণ শুরু করে। এ সময় সে ফেইসবুকে লাইভ করা শুরু করে। ফলে সড়কে আবার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কিছুক্ষণ পর রানা নামে একজন সার্জেন্ট ঘটনাস্থলে আসেন। ততক্ষণে বেপরোয়া যুকটির মা-বাবা ঘটনাস্থলে হাজির হন। তারা সমঝোতার চেষ্টা প্রস্তাব দেন।

সূত্রমতে, উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতে ঘন্টাখানেক পর ‘সমঝোতা’ হয়েছে। তবে কথিক এ সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাযায়নি। কারণ সমঝোতা হয়েছে গোপনে! তবে এ ব্যাপারে থানায় জিডি হয়েছে বলে জানাগেছে। এ জিডির বিষয়ে তদন্ত করার দায়িত্ব এসআই আশরাফুল আলমকে দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments