Home শিক্ষা ববি'র সাংবাদিকতা বিভাগ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

ববি’র সাংবাদিকতা বিভাগ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘বিভাগ দিবস’ পালন করা হয়েছে। পাশাপাশি, পদ্নাসেতু : দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ই মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়টির কীর্তনখোলা হল রুমে দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন , ‘বাঙ্গালীর মূল স্পিড বাঙ্গালী যুদ্ধ করে স্বাধীন হয়েছে। সেই বাঙ্গালি সকল ক্ষেত্রেই যুদ্ধ করতে জানে। যার প্রমাণ পদ্মাসেতু।

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক দুর্নীতির ধুয়া তুলে যখন পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল, সাহসিকতা, দূরদর্শী নির্দেশনায়, আজকে পদ্মাসেতু বাস্তবায়নের পথে। প্রধানমন্ত্রী সকল অপশক্তিকে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

মুখ্য আলোচকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, ‘পদ্মা সেতু একটি চেতনা, মহাকালের ব্যবধান ঘুচিয়ে দেওয়া একটি মহৎ উদ্যোগ। ‘বাস্কেট কেস’ এর বদনাম, খাদ্যসহ প্রায় সব নিত্যপণ্যে পরনির্ভর। একটি কালভার্ট নির্মাণেও যে দেশকে হাত বাড়াতে হতো দাতা উন্নয়ন সহযোগীদের কাছে,তাদের এমন অর্জন! একাত্তরের চেতনা, পদ্মা সেতুর চেতনা।

পদ্মাসেতুর প্রভাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বরিশাল অঞ্চল সাধারণ শিক্ষায় বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল থেকে এগিয়ে। কিন্তু পদ্মাসেতু চালু হলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের যে অপরিমেয় চাহিদা সৃষ্টি হবে, তার সাথে মানবসম্পদ যোগানের সামঞ্জস্য সৃষ্টি করতে হবে। পদ্মা সেতু পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।’

সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম, বিভাগের শিক্ষক,কর্মকর্তা,বরেণ্য সাংবাদিকগণ ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভার পূর্বে, সকালে সাংবাদিকতা বিভাগের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দ র‍্যালি হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে এসে একাডেমিক ভবনের সামনে মিলিত হয়।পরে সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments