Home নির্বাচিত খবর ফিরেদেখা মিল্কি হত্যা, টিপু ছিলো আসামী

ফিরেদেখা মিল্কি হত্যা, টিপু ছিলো আসামী

দখিনের সময় ডেস্ক:

মতিঝিলসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির ভাগবাটোয়ারা, রাজনৈতিক আধিপত্য ও এক দশক আগে খুন হওয়া মিল্কি। এই মিল্কি হত্যার আসামী ছিলেন জাহিদুল ইসলাম ওরফে টিপু। ২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশান-১ নম্বরে সপার্স ওয়ার্ল্ডের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি (৪৩) কে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে।

এ খুনের ঘটনায় মিল্কির ছোট ভাই মেজর রাশেদুল হক খান বাদী হয়ে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম টিপু আসামি ছিলেন। র‌্যাবের হাতে টিপু গ্রেপ্তার হয়ে কয়েকমাস জেলেও ছিলেন। পরবর্তীতে র‌্যাবের দেওয়া চার্জশিট থেকে টিপুর নাম বাদ পড়ে। মিল্কি হত্যার পর টিপুর সঙ্গে যুবলীগের খালেদ ও সোহেল শাহরিয়ারসহ অনেকের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা দেয় বলে দলের একাধিক নেতা জানান।

দলীয় সূত্রগুলো বলছে, ২০১৬ সালে মতিঝিল এলাকায় যুবলীগ নেতা রিজভী হাসান বাবু ওরফে বোচা বাবু খুন হন। বোচা বাবুর বাবা টিপুর ঘনিষ্ঠ বন্ধু। বোচা বাবু হত্যা মামলায় ১০-১২ জন আসামি করা হয়। যারা সবাই যুবলীগের নেতা-কর্মী। সম্প্রতি একজন প্রভাবশালী নেতা মামলার এক আসামির নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন। কিন্তু বাদ সাধেন টিপু। বিষয়টি নিয়ে সেই আসামি শীর্ষ সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিককে নালিশ করেন। এই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের পক্ষ থেকে টিপুর সঙ্গে একাধিকবার কথোপথনে নাম বাদ দেওয়ার জন্য বলা হয়। কিন্তু টিপু সেই নির্দেশ শোনেনি।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, স্থানীয় চাঁদাবাজ ও নেতাদের পাশপাশি আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টি ও জাফর আহমেদ মানিক ওরফে ফ্রিডম মানিকের সঙ্গেও দ্বন্দ্বে জড়ান টিপু। মূলত মতিঝিল এলাকার টেন্ডারবাজি, মার্কেট নিয়ন্ত্রণ ও বাড়ি নির্মাণের চাঁদাবাজির পুরোটাই একক নিয়ন্ত্রণ করতেন টিপু। ক্যাসিনো কেলেঙ্কারি ও টেন্ডারবাজির অভিযোগে ২০১৯ সালের অক্টোবর মাসে যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, যুবলীগ নেতা খালেদ ও ঠিকাদার জিকে শামীম গ্রেপ্তার হওয়ার পর একক নিয়ন্ত্রণ চলে আসে টিপুর হাতে।

এর পাশাপাশি মতিঝিল ও পল্টন এলাকার দুই ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ এবং আবুল হোসেনের সঙ্গে টিপু জাতীয় ক্রীড়া পরিষদের টেন্ডারবাজি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। জাতীয় ক্রীড়া পরিষদ, রেলওয়ে, কমলাপুর আইসিডি ডিপো, বিদ্যুত ভবন ও গণপূর্তের টেন্ডারবাজির একটি কমিশন বিদেশে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিককে দিতে হতো। গত ৩ বছর ধরে শীর্ষ সন্ত্রাসীদের কাছে এইসব টেন্ডারবাজির কোনো কমিশন না দেওয়ায় টিপুর সঙ্গে বিরোধ চরমে ওঠে।

জানা গেছে, ২০১৩ সালে মতিঝিল এজিবি কলোনির একটি সংযোগ সড়কের দুই পাশে অবৈধভাবে নির্মাণ করা টিনশেড মার্কেটটি সিটি কর্পোরেশন ভেঙে দেয়। মার্কেটটি সাবেক ওয়ার্ড কাউন্সিলর মির্জা খোকন দেখভাল করতেন। ২০১৯ সালের পর টিপু সেখানে মার্কেট স্থাপন করে প্রায় একশ দোকান ভাড়া দেন। ওই মার্কেটে টিপুর একটি রেস্টুরেন্ট রয়েছে। এই মার্কেট নিয়েও তার সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব ছিল।

এদিকে, দলীয় আধিপত্য ও আর্থিক দ্বন্দ্ব ছাড়াও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন, স্কুলে ভর্তি বাণিজ্য, উন্নয়ন কাজে ভাগবাটোয়ারাসহ স্কুলের সামনের সড়ক দখল করে ভাড়া তোলা নিয়েও প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চরমে পৌঁছে টিপুর। তিনি স্কুলের ফুটপাত থেকে বিপুল অর্থ হাতিয়ে নিতেন প্রতিনিয়ত। স্কুলের সড়কে পার্কিং করা গাড়ি থেকেও প্রতিনিয়ত চাঁদা নিত টিপুর লোকজন। স্কুলে ভর্তি বাণিজ্য ছিল তার একচেটিয়া। স্কুল অ্যান্ড কলেজের বিদায়ী প্রিন্সিপাল শাহান আরা ও শিক্ষক প্রতিনিধি সালাম খান এবং তার ভাই আতিকের সঙ্গে সিন্ডিকেট করে প্রায় সবকিছু কব্জায় রাখেন টিপু। এ নিয়ে দীর্ঘদিন ধরে তার ঘনিষ্ঠ ও প্রতিপক্ষ সবার সাথেই স্বার্থের দ্বন্দ্ব চলে আসছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments