Home বরিশাল " মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রী এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি"- এ্যাড....

” মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রী এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”- এ্যাড. মাহবুবুর রহমান মধু

দখিনের সময় ডেস্ক।।

“দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের অগ্রগতির লক্ষ্যে  এ বরিশাল সদর-৫ অসনের দায়িত্বদেন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এম.পি এর উপর। যা প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত দৃঢ় নেতৃত্ব ও নিষ্ঠার সাথে পালন করে আসছে৷ মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রী এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি” কথা গুলো বলেছেন বরিশাল সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান  এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু।

একান্ত আলাপকালে বরিশাল সদর-৫ আসনের উন্নয়নে সংগঠিত হওয়া বিভিন্ন  কর্মকান্ডের কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্যে দৈনিক দখিনের সময়ের প্রতিনিধির সাথে তিনি  এ কথা গুলো বলেন।

এছাড়া এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু  তার ফেসবুক পোস্টের মাধ্যমে  প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এম.পি এর বরিশাল সদর-৫ আসনে উন্নয়ন মূলক কর্মকান্ডের একটা তালিকা তিনি প্রকাশ করেন। তার প্রকাশিত তালিকাটি হলো,

“১| চরকাউয়া লামচরী সহ বিভিন্ন জায়গায় ৬ শত কোটি টাকার স্থায়ী বাঁধ দেওয়ার কাজ চলছে।

২| বিভিন্ন জায়গার ভাঙন কবলিত ৩২ টি স্থানে জরুরী ভিত্তিতে কাজ করানো হয়েছে।

৩| ইসাগুরা, চরমোনাই দরবার, আটহাজার,পূর্ব-হবিনগর,সায়েস্তাবাদ খেয়াঘাট এর আসপাশ সহ কামার-পাড়া, লামচরীসহ বিভিন্ন জায়গায় আরো ১১ শত কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হচ্ছে।

৩| চরকাউয়া থেকে লাহারহাট পর্যন্ত রাস্তার কাজ চলমান।চরকাউয়া দিনার থেকে চন্দ্রমোহন পর্যন্ত রাস্তা প্রশস্থকরণ করা হয়েছে।

৪| নেহালগঞ্জ ব্রীজের কাজ চলমান। চন্দ্রমোহনে আরো ৪ ব্রীজের কাজ সমাপ্তির পথে।

চন্দ্রমোহনের হুক্কার-চরে  বিদ্যুতের কাজ চলমান।

চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার কাজ সমাপ্তির পথে।এছাড়া আরও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের কাজ শেষ হয়েছে।

৫| টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাট সুইচ গেট থেকে নতুনহাট রাস্তার কাজ সমাপ্তির পথে। বদিউল্লাহর রাস্তার কাজে ৬ কিলোমিটারের প্রকল্প দেওয়া হয়েছে।

৬|চরমোনাইর বেলতলা থেকে বুখাইনগর পর্যন্ত রাস্তা প্রশস্থকরন করা হয়েছে।

নলচরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

৭| শায়েস্তাবাদ ইউনিয়নে বিভিন্ন রাস্তার উন্নয়ন মূলক কাজ করতেছেন ও ছোট ৪ টি ব্রীজের কাজ শেষ হয়েছে।

কদমতলা ব্রীজের কাজ সমাপ্তির পথে।

৮|কাশিপুরে আমিরগঞ্জ বাজার পর্যন্ত কাজ আগেই শেষ করেছেন।

তালতলি ব্রীজ পর্যন্ত কাজ শেষ করা হয়েছে। তালতলী থেকে লামচরী রাস্তার কাজ চলমান।

কাগাশুরা থেকে আদাবর রাস্তা,শাপানিয়া থেকে টেক্সটাইল মোর পর্যন্ত রাস্তার কাজ সমাপ্তির পথে।

৯| কাশিপুর ইউনিয়নের লাকুটিয়ার রাস্তার কাজ সমাপ্তির পথে।

লাকুটিয়া খালের উপর ২ টি ব্রীজের কাজ চলমান।  ঝরঝরিয়া তলার রাস্তার কাজ চলছে।

১০| কড়াপুরে শোলনার রাস্তা ও ব্রীজের কাজ শেষ হয়েছে।

হানিফ সংকেতের বাড়ির রাস্তার কাজ শিগ্রই শুরু হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ চলমান।

১১|জাগুয়া ইউনিয়ন পরিষদের রাস্তার কাজ চলমান। চন্ডিপুর হাইস্কুলের কাজ শিগ্রই শুরু হবে।

১২| কর্ণকাঠীর ভুইঁয়া বাড়ির ব্রীজের কাজ চলমান।চরকরনজী রাস্তার কাজ শেষ হয়েছে।

১৩| টুঙ্গিবাড়িয়া বিশারদের পতাং রাস্তার কাজ খুব শিগ্রই শুরু হবে।পতাং মোর থেকে পতাং স্কুল এবং আসপাশের কাজ শেষ হয়েছে।  সাহেবরহাট বাজার থেকে বি.কে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত কাজ শেষ হয়েছে।কানাই পুরার রাস্তার কাজও দ্রুত শুরু হবে।

সাহেবের হাট বাজারের রাস্তা ও ড্রেনের কাজ শেষ হয়েছে।

১৪| গজনীর দিঘীর পারের রাস্তার কাজ চলমান।

হাজী মোবারক মাদ্রাসার কাজ শেষ হয়েছে এবং মাদ্রাসার সামনের রাস্তার কাজ চলমান।

বালাবাড়ীর রাস্তার কাজ দ্রুত শুরু হবে।

১৫|টি-আর কাবিখার মাধ্যমে বহু রাস্তার কাজ শেষ হয়েছে।

১৬| বিভিন্ন মসজিদ, মন্দির,বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে অনুদান প্রদান করছেন।

১৭|বিভিন্ন অসহায় মানুষদের ব্যাক্তিগত ভাবে সাহায্য করে থাকেন।

১৮|দলীয় নেতা-কর্মীদের খোঁজ-খবর রাখেন

১৯|বরিশালে সিটি কর্পোরেশনের ৭ টি খাল খননের টাকা বরাদ্দ দিয়েছেন ও

সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ করেছেন।

২০| এল.জি.ডির মাধমে ১৬ টি ব্রীজের কাজ চলমান।”

উল্লেখ্য, এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.)  জাহিদ ফারুক শামীম এমপি এর একজন একনিষ্ঠ আস্থভাজন কর্মী এবং প্রতিমন্ত্রীর রাজনীতিতে সদা সক্রিয় ভূমিকা রেখে চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments