Home বরিশাল বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ-প্রভাাষকের বাগ‌বিতন্ডার ভিডিও ভাইরাল

বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ-প্রভাাষকের বাগ‌বিতন্ডার ভিডিও ভাইরাল

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক

বরিশাল সিটি কলেজের প্রভাষক ও অধ্যক্ষের বাগবিতন্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। তাতে অধ্যক্ষকে প্রভাষকের গালমন্দ নিয়ে চলছে সমালোচনা। কলেজের প্রভাষক কাওছার হোসেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথের ম‌ধ্যে এ
ঘটনা ঘ‌টে গত ১২ এপ্রিল সাড়ে ৬ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কলেজের অফিস কক্ষে তালা দেন প্রভাষক কাওছার। আর অধ্যক্ষকে বলতে শোনা যায়, সেসব ঘটনার দায়ভার তার নয়।

অধ্যক্ষ সুজিত ভিডিওতে বলেন, ‘কলেজের এক টাকাও ব্যাংকে রাখা হয়। কয়েকজন স্যার সহকা‌রি অধ্যাপক হইতে পারে নাই। তাই তাদের অস্থিরতা। বিষয়টাকে অন্য দিকে ডাইভারট করছে। শুধু শুধু এই সমস্ত কথা বলে লাভ নাইতো। সেটা সত্য ঘটনা। সার্টিফিকেটে ভুল ডিসি স্যার তাই সহকারী অধ্যাপক করেনি। এখন সেইটি কি দায় আমার?’ প্রতি উত্তরে প্রভাষক কাওছার তাকে চাঁদাবাজ বলে অভিহিত করেন।

অধ্যক্ষ তখন তাকে অভিযোগগুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে যেতে বললে প্রভাষক বলেন, ‘আমার ডিসিরে পাওয়া লাগবে না, আমরা ৬ মাস বইয়া ডিসিরে পাই না। আপনে প্রতি রাইতেই ডিসিরে পান। তাইলে এটা কী করে সম্ভব। ‘অধ্যক্ষ লাখ লাখ টাকার দুর্নীতি করে পকেট ভরেন। শিক্ষকদের কিছু দেয়। উল্টো নিয়মিত শিক্ষকদের বিপদে ফেলে তার বগলস্থ করতে চায়। তাদের একের পর এক শাস্তি, থেরেট দিচ্ছে। কলেজের পিওনের সঙ্গে অধ্যক্ষ পার্টনার। নিজে লুইট্টাপুইট্টা খাও, আর মিথ্যা অভিযোগ দেও। তুই অসভ্য, তুই যাবি কবরে, আর আমি যামু জেলে।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বলেন, ‘কাওছার অনৈতিক কাজ করে। আচরণ খারাপ করেছে। ওর অভিযোগ থাকলে সে ডিসিকে বলতে পারত। উল্টো অফিস কক্ষে তালা মেরেছে কাওছার। ভিডিও ভাইরাল হওয়ায় ওর আচারণের কথা গভ‌র্নিং বডির মিটিং এ তুলব আ‌মি।

কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাওসার হোসেন বলেন, ‘বেসরকারি একটি কলেজে ৩ মাস পর পর অডিট হওয়ার বিধান রয়েছে, কিন্তু অধ্যক্ষ সুজিত কুমার দায়িত্ব পালন করছেন ৭ বছর। এখন পর্যন্ত কলেজে কোনো অডিট হয়নি। ‘সকাল থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করে নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন অধ্যক্ষ সুজিত। শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করেন। এই সব বিষয়ে জবাব চাইতে গেলে এই ভিডিও সাংবা‌দিক‌দের মাধ‌্যমে ভাইরাল হয়ে
যায়।

এ বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে আমি দেখব। এর সঙ্গে যারা যারা জড়িত, তাদের নোটিশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

Recent Comments