Home বরিশাল বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ-প্রভাাষকের বাগ‌বিতন্ডার ভিডিও ভাইরাল

বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ-প্রভাাষকের বাগ‌বিতন্ডার ভিডিও ভাইরাল

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক

বরিশাল সিটি কলেজের প্রভাষক ও অধ্যক্ষের বাগবিতন্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। তাতে অধ্যক্ষকে প্রভাষকের গালমন্দ নিয়ে চলছে সমালোচনা। কলেজের প্রভাষক কাওছার হোসেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথের ম‌ধ্যে এ
ঘটনা ঘ‌টে গত ১২ এপ্রিল সাড়ে ৬ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কলেজের অফিস কক্ষে তালা দেন প্রভাষক কাওছার। আর অধ্যক্ষকে বলতে শোনা যায়, সেসব ঘটনার দায়ভার তার নয়।

অধ্যক্ষ সুজিত ভিডিওতে বলেন, ‘কলেজের এক টাকাও ব্যাংকে রাখা হয়। কয়েকজন স্যার সহকা‌রি অধ্যাপক হইতে পারে নাই। তাই তাদের অস্থিরতা। বিষয়টাকে অন্য দিকে ডাইভারট করছে। শুধু শুধু এই সমস্ত কথা বলে লাভ নাইতো। সেটা সত্য ঘটনা। সার্টিফিকেটে ভুল ডিসি স্যার তাই সহকারী অধ্যাপক করেনি। এখন সেইটি কি দায় আমার?’ প্রতি উত্তরে প্রভাষক কাওছার তাকে চাঁদাবাজ বলে অভিহিত করেন।

অধ্যক্ষ তখন তাকে অভিযোগগুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে যেতে বললে প্রভাষক বলেন, ‘আমার ডিসিরে পাওয়া লাগবে না, আমরা ৬ মাস বইয়া ডিসিরে পাই না। আপনে প্রতি রাইতেই ডিসিরে পান। তাইলে এটা কী করে সম্ভব। ‘অধ্যক্ষ লাখ লাখ টাকার দুর্নীতি করে পকেট ভরেন। শিক্ষকদের কিছু দেয়। উল্টো নিয়মিত শিক্ষকদের বিপদে ফেলে তার বগলস্থ করতে চায়। তাদের একের পর এক শাস্তি, থেরেট দিচ্ছে। কলেজের পিওনের সঙ্গে অধ্যক্ষ পার্টনার। নিজে লুইট্টাপুইট্টা খাও, আর মিথ্যা অভিযোগ দেও। তুই অসভ্য, তুই যাবি কবরে, আর আমি যামু জেলে।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বলেন, ‘কাওছার অনৈতিক কাজ করে। আচরণ খারাপ করেছে। ওর অভিযোগ থাকলে সে ডিসিকে বলতে পারত। উল্টো অফিস কক্ষে তালা মেরেছে কাওছার। ভিডিও ভাইরাল হওয়ায় ওর আচারণের কথা গভ‌র্নিং বডির মিটিং এ তুলব আ‌মি।

কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাওসার হোসেন বলেন, ‘বেসরকারি একটি কলেজে ৩ মাস পর পর অডিট হওয়ার বিধান রয়েছে, কিন্তু অধ্যক্ষ সুজিত কুমার দায়িত্ব পালন করছেন ৭ বছর। এখন পর্যন্ত কলেজে কোনো অডিট হয়নি। ‘সকাল থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করে নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন অধ্যক্ষ সুজিত। শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করেন। এই সব বিষয়ে জবাব চাইতে গেলে এই ভিডিও সাংবা‌দিক‌দের মাধ‌্যমে ভাইরাল হয়ে
যায়।

এ বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে আমি দেখব। এর সঙ্গে যারা যারা জড়িত, তাদের নোটিশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

Recent Comments