Home বরিশাল ব্যাংকের মধ্যেই গ্রাহককে মেরে পা ভেঙে দিয়েছে ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার!

ব্যাংকের মধ্যেই গ্রাহককে মেরে পা ভেঙে দিয়েছে ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার!

দখিনের সময় ডেস্ক

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া সোনালী ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার সাবেক সেনা সদস্য আব্দুস ছালাম খলিফার পা ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । আজ ২১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার সময় ব্যাংকের মধ্যে এ  ঘটনা ঘটে।

আহত সাবেক সেনা সদস্য আব্দুস ছালাম খলিফা এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) লেবুখালী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় গৌরনদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন আহতের ভাই শাহিন খলিফা।

ঘটনা সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল ২০২২ মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে আব্দুস ছালাম খলিফার মালিকাধীন জননী ইলেকট্রনিকস নামের ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধনহয়। আগুনে পুড়ে ছাই হওয়া জননী ইলেকট্রনিকস এর নামে পূর্বেই গৌরনদী উপজেলার নলচিড়া সোনালী ব্যাংকে ইন্সুরেন্স করেছিলেন ছালাম খলিফা। যার প্রয়োজনীয় কাগজপত্র আনতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নলচিড়া সোনালী ব্যাংকে যায় সে।

এসময় গৌরনদীর স্থানীয় বাসিন্দা ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার আব্দুস ছালাম খলিফাকে ১৭ এপ্রিল ইন্সুরেন্স ইস্যুকরা কাগজপত্র দেখিয়ে তাতে স্বাক্ষর করতে বলেন। এসময় দোকান পুড়ে যাওয়া মালিক সাবেক সেনা সদস্য আব্দুস ছালাম ম্যানেজারকে বলেন, “স্যার আমার দোকান তো পুড়ে ছাই হয়ে গেছে গত ১৩ এপ্রিল রাতে। আমাকে যদি ১৭ এপ্রিলের ইস্যু করা ইন্সুরেন্স এর কাগজপত্র দেন তাহলে আমি কিভাবে ক্ষতিপূরন পাব। আমাকে পূর্বের ইন্সুরেন্সের কাগজপত্র দেন। আমাকে আপনি না জানিয়ে এভাবে আগুন লাগার পরের তারিখ দিয়ে কাগজপত্র দিলে আমি সেটা নিব না। আমাকে অগ্নিকান্ডের আগের তারিখের ইন্সুরেন্স এর কাগজপত্র দেন।”

এসময় ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার বলেন, তাতে সমস্যা নেই আপনার। আমি আগুনের তারিখ পরে দেখিয়ে সব কাগজপত্র দিব। এসময় তিনি ম্যানেজারকে জানান আমি কোন জালিয়াতি করব না। সঠিক সময়ের কাগজপত্র দেন প্লিজ। ম্যানেজার ছালামের কথায় কর্নপাত না করলে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুস ছালাম খলিফার বাম পায়ে উল্টো দিকে লাঠি মেরে পা ভেঙে দেয়। এসময় ছালাম নিচে পড়ে গেলে ব্যাংক ম্যানেজার সন্ত্রাসী কায়দায় নির্মম নির্দয়ভাবে লাথি মেরে মেরে তার পা গুড়িয়ে দেয়।
এসময় তার সাথে অংশনেন ব্যাংকের ২ আনছার সদস্যও।

এবিষয় নলচিড়া সোনালী ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার জানান, আব্দুস ছালাম খলিফা ব্যাংকের লোন ডকুমেন্ট ফাইলের কাগজপত্র নিয়ে দৌড়ে পালাচ্ছিল, তাই তাকে আনছার সদস্যরা ধাওয়া করে ধরেছে। তারা হয়তো একটু মারধর করতে পারে। আমি কিছু করে নি। পা ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা তো
মেডিকেল রিপোর্টেই জানাযাবে তার পা কিভাবে ভেঙ্গেছে।

এ বিষয়ে জানতে  গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসনকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভি করেন নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments