Home শীর্ষ খবর কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরাপত্তাহীনতায় সেই তরুণী

কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরাপত্তাহীনতায় সেই তরুণী

দখিনের সময় ডেস্ক:

বরিশাল সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে পুরো পরিবারসহ নিরাপত্তাহীনতায় রয়েছেন সেই তরুণী। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও তা করতে পারেননি বলে জানিয়েছেন ভুক্তভোগী তরুণী।

ভুক্তভোগী তরুণী বলেন, ধর্ষণের মামলা দায়ের করে আমি এখন আসামির মতো পালিয়ে বেড়াচ্ছি। অথচ যিনি আসামি তিনি ভিক্টিমের মতো নিরাপদেই আছেন। আমার ফেসবুকের কমেন্টে ও ইনবক্সে বিভিন্ন আইডি থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। মামলা তুলে নিতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাসায় মোটরসাইকেলের বহর পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে।

ধর্ষণের শিকার তরুণীর মা বলেন, আমরা কাউন্সিলরের অবিচারের শিকার হচ্ছি। আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। এর বিচার চাইতে গিয়ে আদালতে মামলা দায়েরের পর এখন বিভিন্নভাবে হুমকির মুখে আছি।

এদিকে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, সেই তরুণী ও তার মা থানায় এসেছিলেন। তারা অভিযোগ এনেছেন মামলা দায়েরের পর কয়েকজন তাদের হুমকি দিয়েছে। কিন্তু যে স্থানে বসে হুমকির ঘটনা ঘটেছে বলে ওই তরুণী বলেছেন সেটি মেট্রোপলিটন কাউনিয়া থানা এলাকায়। এ জন্য তাকে কাউনিয়া থানায় অভিযোগ দিতে বলেছি।  এ ছাড়া তিনি বলেছেন, তার ফেসবুক কমেন্টে অশ্লিলভাবে গালিগালাজ করেছেন। তাকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের জন্য পরামর্শ দিয়েছি। লোকমান হোসেন বলেন, তরুণী যদি নিরাপত্তাহীনতায় থাকেন এবং আমাদের অবহিত করেন আমরা অবশ্যই তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার

দখিনের সময় ডেস্ক: দেশের বাইরে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

ভারতে জনতার রোষানলে মন্ত্রী

দখিনের সময় ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছেন সেখানকার একজন মন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন সরকারি সহায়তা না...

আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন না কোন আইনজীবী, জামিন শুনানি ২ জানুয়ারি

দখিনের সময় ডেস্ক: ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানির জন্য আগামী বছরের ২ জানুয়ারি দিন ধার্য করেছেন...

অন্তর্র্বতী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি‍: ভারতীয় হাইকমিশনার

দখিনের সময় ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। তিনি বলেন, আমাদের সম্পর্ক...

Recent Comments