Home বরিশাল টিউব অয়েল নিয়ে প্রতিমন্ত্রী-এমপি বিরোধ, বিব্রত স্থানীয় সরকার মন্ত্রী

টিউব অয়েল নিয়ে প্রতিমন্ত্রী-এমপি বিরোধ, বিব্রত স্থানীয় সরকার মন্ত্রী

আলম রায়হান ও খালিদ সাইফুল্লাহ:

পানিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিরা বিরোধে জড়িয়ে গেছেন। এনিয়ে বিব্রতকর অবস্থায় আছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সূত্রমতে, প্রতিমন্ত্রী-এমপির মধ্যে ‘টাগ অফ ওয়ার’ ধরনের এ বিরোধের মূলে রয়েছে পাঁচশ’ টিউব ওয়েল।
কর্নেল জাহিদ ফারুক শামীম জীবনে প্রথমবার এমপি নির্বাচিত হয়েই পানিসম্পদ প্রতিমন্ত্রী হবার ‘সৌভাগ্য’ অর্জন করেছেন। তিনি প্রচলিত ধারার রাজনীতির ধারা থেকে দূরের মানুষ হিসেবে পরিচিত। এদিকে সৈয়দা রুবিনা মিরা প্রচলিত ধারার রাজনীতির লড়াকু নেত্রী হিসেবে স্বীকৃত। আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন, নির্যাতিত হয়েছেন একাধিকবার। জামায়াত-বিএনপি সরকার বিরোধী কঠিন আন্দোলনের সেই দিনগুলোতে তিনি অনেক সময় সতীর্থ ছিলেন আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনার। শুধু তাই নয় তাঁর স্বামী রাজারও জোরালো ভূমিকা ছিলো নগর আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতিতে। সামগ্রিক অবস্থার বিবেচনায় গত সংসদ নির্বাচনে মনোনয়ন পাবার ক্ষেত্রে সদস্য সৈয়দা রুবিনা মিরা শক্তিশালী প্রার্থী ছিলেন। কিন্তু দলের অধিকতর রাজনৈতিক বিবেচনায় তিনি মনোনয়ন পাননি। তবে সৈয়দা রুবিনা মিরাকে একেবারে বঞ্চিত করেননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এবারের সংসদের সৈয়দা রুবিনা মিরাকে করা হয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য। এমপি হবার পর ড্রইং রুম ভিত্তিক জীবন যাপন না করে তিনি রাজনীতিকে আরো সক্রিয় হয়েছেন। পাশাপাশি জোরালোভাবে শুরু করেন মানুষের জন্য নানান ধরনের উন্নয়নমূলক কাজ। এ কাজ করার ক্ষেত্রে তার পরিচিতি ও ‘চটপটে প্রবনতা’ বিশেষ সহায়ক হয়েছে বলে মনে করা হয়। এরই একটি দিক হচ্ছে সরকারী অর্থায়নে উন্নয়নে সংসদ সদস্য হিসেবে ডিও দিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ৫শ’ টিউব অয়েল বরাদ্দ করানো। তবে এ ক্ষেত্রে অন্য রটনার কথাও শোনা যাচ্ছে।
টিউব অয়েলের এই বরাদ্দ নিয়েই দেখা দিয়েছে বিপত্তি। সূত্র মতে, এই বরাদ্দ থেকে ৩শ’ টিউব অয়েল চাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তবে এ বাপারে প্রতিমন্ত্রীর কোন বক্তব্য পাওয়া যায়নি। সোমবার (২৩ মে) প্রায় এক ঘন্টা অপেক্ষা করেও প্রতিমন্ত্রীর দেখা পাননি দৈনিক দখিনের সময়-এর প্রতিনিধি।

এদিকে ২৪ মে সন্ধ্যায় টেলিফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে রিপোর্ট না করার অনুরোধ করেন সৈয়দা রুবিনা মিরা। তাঁর অনুরোধ রাখা সম্ভব নয় বলে জানালে তিনি বলেন, আমি ডিও দিয়ে প্রায় তিন বছর চেষ্টা করে মানুষের জন্য ৫শ’ টিউব অয়েল বরাদ্দ করিয়েছি। এখান থেকে ৩শ’ চাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী। এটা সঙ্গত নয়। এর পরিবর্তে তিনি যদি ডিও দিয়ে তিনশ’ বরাদ্দ করান তা হলে তো মানুষ মোট ৮শ’ টিউব অলেয়ল পাবে- এ মন্তব্য সৈয়দা রুবিনা মিরার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments