Home Uncategorized রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন!

রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন!

দখিনের সময ডেস্ক:

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ-প্রধান ভাদিম স্কিবিতস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রে তারা রাশিয়ার কাছে হেরে যাচ্ছেন। রুশদের ঠেকাতে তাদের পশ্চিমা অস্ত্রের ওপরই ভরসা করতে হচ্ছে। কিন্তু সেসবের রসদও দ্রুত ফুরিয়ে আসছে।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনীতে প্রতি সপ্তাহে পালানোর ঘটনা বাড়ছে, একটি ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পাশাপাশি, গোলাবারুদের তীব্র সঙ্কটের মধ্যে পূর্ব ডনবাস অঞ্চলে প্রতিদিন প্রায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে। ফাঁস হওয়া ইউক্রেনীয় গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে, ওই অঞ্চলে ক্রেমলিনের বাহিনীর ২০টি আর্টিলারির বদলে ইউক্রেনীয় সেনাদের ১ আর্টিলারি রয়েছে। গোলাবারুদের ক্ষেত্রেও ইউক্রেনীয় ১ জন সেনার বিপরীতে রাশিয়ার ৪০ জন সেনা সেখানে রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে স্কিবিতস্কি জানান, এটি এখন একটি কামান যুদ্ধে পরিণত হয়েছে। কামানের হিসাবে ইউক্রেন হেরে যাচ্ছে। তিনি আরও জানান, ইউক্রেনের একটি কামানের বিপরীতের রাশিয়ার রয়েছে ১০ থেকে ১৫টি।  ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে কিয়েভ এতদিন প্রবল প্রতিরোধ ও প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক জয়ের দাবি করে আসলেও প্রথমবারের মতো হার স্বীকার করে নেয়ার কথা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর মারিউপোল শহর দখলে নেয়ার পর রাশিয়া এখন সর্বশক্তি নিয়োগ করেছে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের জন্য। সেখানে দনেৎস্ক ও লুহানস্ককে রুশপন্থীদের হাতে নিশ্চিন্তে ছেড়ে দেয়ার জন্য ডনবাসের নিয়ন্ত্রণ নিতে চাইতে রাশিয়া।  তিনি বলেন, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার কামানের গোলা ব্যবহার করছে ইউক্রেন। আমরা আমাদের কামানের গোলা প্রায় সব শেষ করে ফেলেছি। এখন আমরা ন্যাটো শেল ব্যবহার করছি, যা নিম্নমানের। কিন্তু তাদের সরবরাহও ফুরিয়ে গেছে। দিন দিন পরিমাণ কমছে।

ভাদিম স্কিবিতস্কি যখন এমন সব জানাচ্ছিলেন তখন অনেকটাই উল্টো সুরে কথা বলছে তারই দপ্তর। কিয়েভের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, আর মাত্র এক বছরের মতো ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে রাশিয়ার। যুদ্ধে ইউক্রেন এগিয়েও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments