Home শীর্ষ খবর মহানবীকে নিয়ে বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার মন্তব্যে উত্তাল ভারত

মহানবীকে নিয়ে বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার মন্তব্যে উত্তাল ভারত

দখিনের সময় ডেস্ক:

মহানবী হজরত মোহাম্মদ (স) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে দেশটির রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা এ বিক্ষোভ করেন।

ভারতীয় গণমাধ্যমগুলো অভিযোগ করেছে, বিক্ষোভের সময় আন্দোলনকারীরা ঢিল ও পাথর ছুড়েছে। বিপরীতে নিরাপত্তা বাহিনীও সশস্ত্র টহলে ছিল বলে খবরগুলোয় বলা হয়েছে।

ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে নবী মোহাম্মদ (স) সম্পর্কে বিতর্কিত এক মন্তব্য করেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।

বিজেপি এই দুই নেতাকে বহিষ্কার করলেও তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ধর্মীয় বিদ্বেষ যেন না ছড়ায়, সেদিক বিবেচনায় আমাদের সময় বিতর্কিত ওই ভাষ্য ছাপা থেকে বিরত থাকছে।

এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এএনআই, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ইত্যাদি গণমাধ্যমে জানানো হয়েছে, দিল্লি ছাড়াও রাচি, হায়দরাবাদ, চেন্নাই, উত্তরপ্রদেশ প্রভৃতি শহরে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা বিজেপির জ্যেষ্ঠ নেতা ও দলটির সাবেক মুখপাত্র নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান।

এএনআই জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় নবীকে নিয়ে কটুক্তিকারী নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান। পরে অবশ্য বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে মুসল্লিদের বিক্ষোভ নিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments