Home সারাদেশ শিক্ষকের পিটুনিতে আইসিইউতে দুই ছাত্রী

শিক্ষকের পিটুনিতে আইসিইউতে দুই ছাত্রী

দখিনের সময় ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জসিম উদ্দিন নামে এক শিক্ষক স্কুলের ভেতরে চুমকি নিয়ে খেলা করায় তানজিলা আক্তার (১৪) ও নিশী চৌধুরী (১৪) নামে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে দুই শিক্ষার্থী একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে  চিকিৎসাধীন রয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর রাতে এক শিক্ষার্থীর পরিবার থানায় লিখিত অভিযোগ দেয় । রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী তানজিলার মা মিনু বেগম ও নিশীর মা বিউটি আক্তার অভিযোগ করে বলেন, উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার হাজী নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম মাস্টার এক উগ্র প্রকৃতির মানুষ। তিনি প্রায় সময় শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে থাকেন। দুই-এক দিনের মধ্যেই স্কুল ঈদের জন্য বন্ধ দেওয়ার কথা। স্কুল বন্ধ হয়ে যাওয়ার খুশিতে শনিবার দুপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলা ও নিশীসহ কয়েকজন শিক্ষার্থী চুমকি দিয়ে খেলা করছিল। চুমকি নিয়ে খেলার বিষয়টি শিক্ষক জসিম উদ্দিন দেখে ক্ষিপ্ত হয়ে তানজিলা ও নিশী আক্তারকে অফিস কক্ষে ডেকে পাঠান। এসময় জসিম উদ্দিন লাঠি দিয়ে দুজনকে বেধড়কভাবে পেটাতে থাকেন। এসময় জসিম উদ্দিন দুই শিক্ষার্থীকে লাথি ও চুলের মুঠি ধরে অমানুষিক নির্যাতন চালান।এরপর অন্য শিক্ষকরা তাদের হাসপাতালে ভর্তি করেন।

এক ছাত্রীর মামা শফিক মিয়া বলেন, আমার বোন পোশাক কারখানায় কাম করে। মেয়েটারে অনেক কষ্ট কইরা পড়ালেকা করাইতাছে। ওর বাপ নাই। মেয়েটারে কখনও মারে না। মেয়েটারে এমনভাবে পিটাইছে যে ওর শরীরে শুধু দাগ আর দাগ। আমাদের এলাকার আরেকটা ছাত্রীরেও মারছে, ওরও একই অবস্থা। ওরা এখন আইসিইউতে। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে কথা বলার জন্য জসিম উদ্দিনকে গণমাধ্যমকর্মীরা একাধিকবার কল  দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জরহর লাল ঘোষ তার রুমে নিয়ে মারধরের বিষয়টি  অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, স্কুল ছুটি শুনে ছেলেমেয়েরা বারান্দায় জরি মাখামাখি করছিল। তখন জসিম স্যার গিয়ে তাদের বেতের বাড়ি দেন। আমি সে সময় আমার রুমে ছিলাম। বিষয়টি দেখতে পেয়ে ছুটে গিয়ে তাকে বাধা দেই।

‘এরপর ছাত্রীদের মাথায় পানি ঢালা হয়। একজন অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে আরেকজনকেও নেয়া হয়। সন্ধ্যায় আমরা তাদের দেখে এসেছি। বিষয়টি শিক্ষা অফিসারও জানেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments