Home নির্বাচিত খবর জুলুমের বিরুদ্ধে যা বলা আছে ধর্মে

জুলুমের বিরুদ্ধে যা বলা আছে ধর্মে

নৌ-সেক্টরের মাফিয়াদের জুলুম থেকে রক্ষা পেয়েছেন দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যাত্রীরা। অনেকের মতে এ হচ্ছে জুলুম অত্যাচারের পরিণতি। স্পষ্ট বলা আছে, ‘মহান আল্লাহ জুলুম কারীকে রেহাই দেন না।’

এ প্রসঙ্গে হাফেজ মাওলানা মুহাম্মদ কামাল হোসাইন লিখেছেন, জালিম শব্দটি আসছে আরবি যুলমুন থেকে। যার অর্থ অত্যাচার করা। আর জালিম অর্থ অত্যাচারী। যার উপর জুলুম করা হয় তাকে বলা হয় মাযলুম বা অত্যাচারিত। জুলুম কখনো নিজের উপর করা হয়, কখনো আল্লাহর সাথে করা হয়, কখনো সবল ব্যক্তি দূর্বলের উপর করে। নিচে জুলুমের ভয়াবহ শাস্তির বর্ণনা করা হলোঃ-

১. স্থায়ী শাস্তি: আল্লাহ বলেন, ‘অতঃপর যারা জুলুম করেছে তাদেরকে বলা হবে তোমরা স্থায়ী আজাব ভোগ করো। তোমরা যা অর্জন করতে তোমাদেরকে কেবল তারই প্রতিদান দেয়া হচ্ছে।’ সূরা ইউনুস-৫২) ‘আর জালিমরা যখন আজাব প্রত্যক্ষ করবে, তখন তাদের থেকে বিন্দুমাত্র আজাব হ্রাস বা কমানো হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।’(সূরা নাহল-৮৫)

২.যালিমদের মৃত্যু পর্যন্ত অবকাশ দেয়া হয়: ‘আর জালিমরা যা করছে, মহান আল্লাহকে তুমি সেই বিষয়ে মোটেও গাফিল মনে করো না। আল্লাহ তো তাদেরকে অবকাশ দিচ্ছেন, ওই পর্যন্ত যে, যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে। তারা মাথা তুলে দাঁড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য।’ (সূরা ইবরাহিম : ৪২-৪৩)‘জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে।’ (সহিহ বুখারি-২২৮৫)।

৩.অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে তাদের জুলুমের কারণে:‘আর অবশ্যই আমি বহু জাতিকে হালাক তথা ধ্বংস করে দিয়েছি তাদের জুলুমের কারণে। আর তাদের কাছে তাদের রাসূলরা সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল, কিন্তু তারা ঈমান গ্রহণ করেনি। আর এভাবে আমি অপরাধী জাতিকে শাস্তি দিয়ে থাকি।’(সূরা ইউনুস-১৩)‘জুলুমবাজরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে, তাদের গন্তব্যস্থল কেমন?’(সূরা শুয়ারা-২২৭)।

৪.আল্লাহর ধরা বড় অপ্রতিরোধ্য:হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহতায়ালা জালেমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এ রকমই হয়ে থাকে, যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপতিরোধ্য। (সহিহ বোখারি ও মুসলিম)

৫. সূক্ষ্ম জুলুমেরও শাস্তি হবে: রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘কিয়ামতের দিন আল্লাহর বান্দারা খালি পায়ে নগ্ন দেহে ময়দানে সমবেত হবে। এ সময় গুরুগম্ভীর স্বরে একটি আওয়াজ ধ্বনিত হবে, যা দূরের ও কাছের সবাই শুনতে পাবে। বলা হবে, আমি সবার অভাব পূরণকারী রাজাধিরাজ, কোনো জান্নাতবাসীর পক্ষে জাহান্নামে যাওয়া এবং জাহান্নামবাসীর পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত তার কৃত জুলুমের আমি প্রতিশোধ না নেই, এমনকি তা যদি একটি চড়-থাপ্পড় বা লাথির পর্যায়েও হয়ে থাকে। তোমার প্রভু কারো ওপর জুলুম করেন না। আমরা বললাম, হে রাসূল! সেটা কীভাবে সম্ভব হবে, আমরা তো সবাই খালি পায়ে ও নগ্ন দেহে থাকব? রাসূল (সা.) বললেন, প্রত্যেকের কৃত সৎকর্ম ও অসৎ কর্মের আদান-প্রদান দ্বারাই প্রতিশোধ নেওয়া হবে। তোমাদের প্রতিপালক জালেম নন। (মুসনাদে আহমাদ)। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘একটি বেতের আঘাতের জন্যও কিয়ামতের দিন প্রতিশোধ নেওয়া হবে।’

হাফেজ মাওলানা মুহাম্মদ কামাল হোসাইন: ইমাম ও খতীব বাইতুল মামুর জামে মসজিদ। শিক্ষক, রিয়াজুল জান্নাহ মাদরাসা, পটুয়াখালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments