Home শীর্ষ খবর কমলাপুরে যাত্রীসহ বগি ফেলে চলে গেল ট্রেন!

কমলাপুরে যাত্রীসহ বগি ফেলে চলে গেল ট্রেন!

দখিনের সময় ডেস্ক:

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেন ছাড়ার অপেক্ষায় বগিতে বসে আছেন যাত্রীরা। কিন্তু পরে জানতে পারলেন, তাদের রেখেই ছেড়ে গেছে ট্রেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস নামের ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। ওই সময় প্ল্যাটফর্মে রয়ে যায় ট্রেনটির ‘ট’ নম্বর বগি।

জানা গেছে, ট্রেনটি ছাড়ার সঠিক সময় ছিল সকাল ১০টা ১০ মিনিটে। আর ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ছিল। তাই সেটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়। ফলে বগি বাতিলের তথ্য না জেনেই সেখানে উঠে পড়ে অনেক যাত্রী। একতা এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগির জন্য ১০৫ জন যাত্রী টিকিট কেটেছিলেন। ‌তাদের অধিকাংশ যাত্রী এ ঘটনায় ট্রেনটি মিস করেছেন।

কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকাল ৯টার সময় সবাইকে অবগত করা হয়েছে। তবে আগে যারা বিষয়টি জেনেছেন, তারা অনেকে অন্য বগিতে উঠেছেন। একতা এক্সপ্রেসের ‘ট’ বগির যাত্রী অমেলা বেগম বলেন, ‘আমাদের স্টেশনে পৌঁছাতে কিছুটা দেরি হয়। যার ফলে আমরা এসে দেখি ৭ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে। পরে আমাদের আসন নিশ্চিত করে ট্রেনে বসি। হঠাৎ জানতে পারি, আমাদের বগি রেখেই একতা এক্সপ্রেস ট্রেন চলে গেছে। ’

জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, আমরা এ বিষয়ে ঘোষণা দিয়েছি সকাল ৯টায়। আমরা সর্বোচ্চ এফর্ট দিয়েছি। আমাদের কাছে অতিরিক্ত বগি ছিল না। ট্রেনটি আসার পথে বগিতে কোনো দুর্ঘটনা ঘটেছিল। এটা কি কারণে হয়েছে আমরা জানি না, এটা বগির মেটেরিয়ালস দুর্বলতা থেকে হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যে কারণে স্মার্টফোনে ব্লুটুথ ব্যবহারে সতর্ক থাকবেন

দখিনের সময় ডেস্ক: এক স্মার্টফোন থেকে অন্য ফোনে ডাটা আদান-প্রদানের ক্ষেত্রে অনেকেই সাধারণত ব্লুটুথ ব্যবহার করে থাকেন। তবে ব্লুটুথের ব্যবহার শেষে অনেকেই মনের অজান্তে ব্লুটুথ...

হার্টের সমস্যার নীরব লক্ষণ জেনে নিন

দখিনের সময় ডেস্ক: হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবন এ কারণে বিপন্ন হতে দাঁড়িয়েছে। যদিও অনেকের হার্ট...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে টাস্কফোর্স গঠন

দখিনের সময় ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি, সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে এ ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে অতিরিক্ত...

তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দখিনের সময় ডেস্ক: আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির...

Recent Comments