Home আন্তর্জাতিক ব্রাজিলে বস্তিতে পুলিশের ব্যাপক অভিযান, নিহত ১৮

ব্রাজিলে বস্তিতে পুলিশের ব্যাপক অভিযান, নিহত ১৮

দখিনের সময় ডেস্ক:

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের একটি বস্তিতে ‘অপরাধচক্রের’ বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ  সময় নিহত হয়েছেন অন্তত ১৮ জন। ভারী অস্ত্রে সজ্জিত চারশ’ পুলিশ নিয়ে চালানো হয় এ অভিযান। পুলিশ জানায়, অপরাধীদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়, যারা প্রতিদ্বন্দ্বী দলের ওপর হামলার পরিকল্পনা করছিল।

দেশটির কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে ১৬ জন সন্দেহভাজন অপরাধী। বাকি দুইজনের মধ্যে একজন পুলিশ ও অপরজন ঘটনাস্থলে থাকা ব্যক্তি। দিনব্যাপী এ অভিযান চলে। এতে হাজারো মানুষ ঘরে আটকে পড়েছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অপরাধীদের অনেকে সামরিক পুলিশের মতো পোশাক পরেছিলেন ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। চারশ’ পুলিশ কর্মকর্তা ১০টি বুলেট-প্রুফ গাড়ি ও চারটি হেলিকপ্টার নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আহতদের স্থানীয়রা গাড়িতে করে সরিয়ে নিয়েছেন, পুলিশ তা তাকিয়ে তাকিয়ে দেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিন : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ে, তাদের ন্যায্য পাওয়া বঞ্চিত করলে...

বোমার হুমকিতে দিল্লিতে তুলকালাম, ১০০ স্কুল বন্ধ

দখিনের সময় ডেস্ক: বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় ১০০ স্কুলে ই-মেইলে হুমকি দেওয়ার পর কর্তৃপক্ষ স্কুল খালি করে ব্যাপক...

বরিশালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চুপ মেট্রোপলিটন হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক: ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৩০ ‍এপ্রিল) বরিশালের কালিবাড়ি রোডস্থ বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপারেশনে মারা যাওয়া...

বিএনপিতে স্টাইকার নেই

প্রায় ১৮ বছর ধরে মসনদ বলয়ের বাইরে থাকা বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা, কারাভোগ, নির্যাতনের পরও দল আঁকড়ে আছেন। এরা বিশাল এক শক্তি। কিন্তু...

Recent Comments