Home শীর্ষ খবর ঢাকা-বরিশাল নৌপথে বন্ধ হলো গ্রীন লাইন

ঢাকা-বরিশাল নৌপথে বন্ধ হলো গ্রীন লাইন

দখিনের সময় ডেস্ক:

পদ্মা সেতু উদ্বোধনের পর কমেছে নৌপথে যাত্রীর চাপ। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। একটি নৌপথে দিনের বেলায় চলা গ্রীন লাইন লঞ্চের সেবা আপাতত বন্ধ করা হয়েছে। এ নৌপথটি হলো ঢাকা-হিজলা-বরিশাল।

 সোমবার(২৫ জুলাই) রাতে গ্রীন লাইনের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কথা জানিয়েছে গ্রীন লাইন কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালু হওয়ার ঠিক এক মাস পূর্ণের দিনে এই ঘোষণা দেওয়া হলো। গত মাসের ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন করা হয়। অবশ্য যানবাহন চলাচল শুরু করে তার পর দিন ২৬ জুন থেকে।

গ্রীন লাইনের পোস্টে বলা হয়, ‘হিজলা ও বরিশালের যাত্রীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের জাহাজ এমভি গ্রীন লাইন-৩ মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সার্ভিস বন্ধ থাকবে।

অবশ্য আনুষ্ঠানেকভাবে বন্ধ ঘোষণার আগেই প্রায় যাত্রীশূন্য হয়েপড়েছিলৈা গ্রীন লাইন ভ্যাসেল। নানান ধরনের ব্যবস্থাপনা এবং স্টাফদের অগ্রনযোগ্য আচরনের কারনে এই ভাাসেলেরর যাত্রীরা

ঢাকা-বরিশাল রুটে ৬ জুলাই বরিশাল থেকে ঢাকা আসার সময় গ্রীন লাইন ভেসেলের দ্বিতীয় তলার অভ্যন্তরের দৃশ্য। ছবি: দখিনের সময়

উল্লেখ্য, ২০১৫ সালে ৬০০ আসন বিশিষ্ট দুটি এয়ার কন্ডিশন্ড ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ ঢাকা-বরিশাল রুটে যাত্রী পারাপারে যোগ হয়। ঢাকা-বরিশাল রুটে দিনের এই সার্ভিসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বছর তিনেক ধরে এই সার্ভিসের চরম অবনতি প্রকট হয়ে ওঠে।

গ্রীন লাইনে এসি কাজ না করার বিষয়টি প্রায় নিমিত বিষয় হয়ে দাড়িয়েছিলো। এমনকি এসি থেকে প্রায়ই ভিতরে পানি পড়তো। মেরামত না করে পলিথিন দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হতো। ছবি: দখিনের সময়

ফলে দিনদিন যাত্রীদের আগ্রহ কমতে থাকে। এরপরও নিরুপায় হয়ে অনেকেই চলাচল করতেন। কিন্তু পদ্মা সেতু চালা হবার পর অব্যবস্থাপনার যাত্রীরা গ্রীন লাইন থেকে পুরো মুখ ফিরিয়ে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্বচ্ছতা বৃদ্ধির জন্য সঠিক তথ্য গুরুত্বপূর্ণ: ডক্টর আবদুল মালেক

দখিনের সময় ডেস্ক: প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেছেন, শুদ্ধ ও প্রকৃত তথ্য জনগণের জন্য আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকল্পে সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ...

নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

দখিনের সময় ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল টেকনোলজিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ মে থেকেই আবেদন নেওয়া...

ডিএফপির মহাপরিচালক হলেন আকতার হোসেন

দখিনের সময় ডেস্ক: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (সংযুক্ত) মহাপরিচালক (গ্রেড-২) আকতার হোসেন। মঙ্গলবার(১৪ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের...

র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার বেড়েছে

দখিনের সময় ডেস্ক: র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার গড়ে ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে র‍্যানসমওয়্যার সাইবার হামলায় ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো গড়ে ৪ লাখ থেকে ২০...

Recent Comments