Home শীর্ষ খবর উত্তাল ঢেউয়ে ভাঙছে কক্সবাজার সৈকত, ৩শ’ মিটারের মধ্যে স্থাপনা উচ্ছেদের আহবান

উত্তাল ঢেউয়ে ভাঙছে কক্সবাজার সৈকত, ৩শ’ মিটারের মধ্যে স্থাপনা উচ্ছেদের আহবান

দখিনের সময় ডেস্ক:

নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। এতে সমুদ্র উপকূলে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ঢেউয়ের তোড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে সমুদ্র সৈকতে। গত দুই দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের অন্তত পাঁচটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।

সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর ও কলাতলী পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়েছে। দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।  জোয়ারের পানি সৈকতে পর্যটকদের জন্য রাখা চেয়ারের জায়গা ডুবিয়ে বিভিন্ন মার্কেটের কাছাকাছি চলে এসেছে। সৈকতের লাবণী পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সটি জোয়ারের ঢেউয়ের আঘাতে হেলে পড়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে সৈকতে জিও ব্যাগ দিয়ে বাঁধ দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সৈকতের লাবণী পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সটি জোয়ারের ঢেউয়ের আঘাতে হেলে পড়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, সমুদ্র সৈকত ভাঙনের অন্যতম কারণ হচ্ছে ভাঙনস্থানে অপরিকল্পিতভাবে সমুদ্রের বালু তুলে জিও ব্যাগ স্থাপন, গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে ঝাউবন নিধন, একই সঙ্গে ইসিএ আইন না মেনে সমুদ্র সৈকতের ওপর দখলদারিত্ব চালিয়ে বহুতল ভবন নির্মাণ। এক কথায় সমুদ্র সৈকতের ওপর যে আগ্রাসন চলছে সেটি বন্ধ করা না হলে প্রকৃতি তার অধিকার আদায় করে নিতে আগ্রাসী হবে এটাই স্বাভাবিক।

এইচ এম নজরুল ইসলাম বলেন, সমুদ্র সৈকতে যেভাবে ভাঙন তীব্র হয়ে উঠছে, এখান থেকে যেন দখলবাজদের শিক্ষা হয়। যতদ্রুত সম্ভব সমুদ্র সৈকতের ১২০ কিলোমিটারের মধ্যে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) ৩০০ মিটারের মধ্যে যত সরকারি-বেসরকারি স্থাপনা আছে সব উচ্ছেদ করে বালিয়াড়ির ওপর চাপ কমিয়ে সমুদ্রের স্বাভাবিক গতিপথ তৈরি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments