Home শীর্ষ খবর মেয়র সাদিকের বিরুদ্ধে অসত্য সংবাদ: হাজার কোটি টাকার মানহানীর মামলা

মেয়র সাদিকের বিরুদ্ধে অসত্য সংবাদ: হাজার কোটি টাকার মানহানীর মামলা

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লার বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশন করার অভিযোগে দৈনিক প্রথম সকাল-এর ৫ জনের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করা হয়েছে।  বুধবার (১০ ফেব্রুয়ারী) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কলী আফরোজের আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। গত ৬ ফেব্রুয়ারী দৈনিক প্রথম সকালে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিলো, “উত্তপ্ত বরিশাল প্রসঙ্গে শেখ হাসিনা ক্ষুদ্ধ”। এ সংবাদের কারণে মাননীয় প্রধানমন্ত্রী ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লার এক হাজার কোটি টাকার মানহানী হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
বাদী হয়ে উল্লেখিত মামলা দায়ের করেন বিশিষ্ট আইনজীবি মো: মাইনুদ্দিন ডিপটি। মামলার আসামীরা হচ্ছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক প্রথম সকাল-এর সম্পাদক মন্ডলীর সভাপতি মো: হালিম ভূইয়া, প্রকাশক কাজী আল মামুন, প্রধান সম্পাদক মো: হুমায়ুন কবীর, প্রধান নির্বাহী সম্পাদক তাওহীদুল ইসলাম জামাল ও নির্বাহী সম্পাদক সাজ্জাদুল হক সাজু। এ মামলায় স্বাক্ষী করা হয়েছে ১২ জনকে। এদের মধ্যে মেয়র ব্যতীত সকলে আইনজীবী।

নালিশী মোকদ্দমার দরখাস্তে বলা হয়েছে, আসামীরা সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করে আসছে। তারা “উত্তপ্ত বরিশাল প্রসঙ্গে শেখ হাসিনা ক্ষুদ্ধ” শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বরিশালের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য পরিবেশন করেছে। এ সংবাদে আসামীরা প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে সম্পূর্ণ অনুমান নির্ভর, অসত্য, অশ্লীল, মানহানীকর ও বাস্তবতা বিবর্জিত বিভিন্ন কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এ সংবাদে আসামীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ নং স্বাক্ষী অর্থাৎ বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সম্পর্কে মানহানীকর অসত্য বানোয়াট সংবাদ প্রকাশ করেন। আসামীগনের পরিবেশিত সংবাদে সরকারের উচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আসামীরা উল্লেখিত সংবাদ পরিবেশন করে মাননীয় প্রধানমন্ত্রী এবং ১০নং স্বাক্ষী অর্থাৎ বিসিসি মেয়রকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আনুমানিক ১,০০০,০০,০০,০০০/- (এক হাজার কোটি) টাকার মানহানী ঘটায়। মামলার আরজীতে বলা হয়েছে, আসামীগনের সকল তৎপরতা অপসাংবাদিকতার সামিল। আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে মোকদ্দমার সুবিচার প্রার্থনা করা হয়েছে।

মামলায় স্বাক্ষী যারা:
১. এ্যাড: কে , এম গোলাম সরোয়ার রাজিব ২. এ্যাড: মামুন চৌধুরী ৩. এ্যাড: কাইয়ুম খান রিপন ৪. এ্যাড: এস এম ইশতিয়াক কবির রকি ৫. এ্যাড: মিজানুর রহমান মিন্টু ৬. এ্যাড: জসিম উদ্দিন ৭. এ্যাড: মিজানুর রহমান টিটু, ৮. এ্যাড: আমিনুল ইসলাম সেন্টু ৯. এ্যাড: ইমতিয়াজ আহমেদ ১০. সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ১১. এ্যাড: রফিকুল ইসলাম খোকন এবং ১২. এ্যাড: জামাল হোসেন।

বাদীর বক্তব্য:
মামলা দায়ের প্রসঙ্গে দৈনিক দখিনের সময়-এর সঙ্গে গতকাল বুধবার আলাপকালে মামলার বাদী এ্যাড. মো: মাইনুদ্দিন ডিপটি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমি ছাত্রলীগ করেছি। হিজলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে উল্লেখিত সংবাদে আমার ও আমার জেলার নেতা-কর্মীদের মানহানী হয়েছে। সংক্ষুদ্ধ ব্যক্তি হিসেবে আমি বাদী হয়ে নালিশি মোকদ্দমা দায়ের করেছি। এ্যাড. মো: মাইনুদ্দিন ডিপটি বলেন, ঘটনার স্বাক্ষী প্রমান আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments