Home প্রযুক্তি মোবাইল ক্যামেরার তুলনায় পিছিয়ে ল্যাপটপ ওয়েবক্যাম

মোবাইল ক্যামেরার তুলনায় পিছিয়ে ল্যাপটপ ওয়েবক্যাম

দখিনের সময় ডেস্ক:

প্রযুক্তিতে মোবাইল ক্যামেরার মান উন্নয়নের তুলনায় পিছিয়ে ল্যাপটপ ওয়েবক্যাম। মোবাইলের আধুনিক ভিডিও কনফারেন্সিং টেকনোলজির তুলনায় কমেছে ল্যাপটপ ওয়েবক্যামের ব্যবহার।

করপোরেট কর্মকর্তাদের ক্লায়েন্ট বা বিজনেসের খাতিরে ওয়েবক্যাম ব্যবহার করতে হয়। এরপরও ২০১০ সালেও ওয়েবক্যাম যে অবস্থানে ছিল আজও সেখানেই আছে।

বর্তমানে টেক কোম্পানিগুলো হাইব্রিড প্রডাক্ট আনছে, মাইক্রোসফট টিম, জুম এবং গুগল মিট বা ইনফিনিক্স জিরো এইটের মতো মূলধারার স্মার্টফোনগুলো ৪৮ মেগাপিক্সেল রেজল্যুশনের সেলফি ক্যামেরা নিয়ে আসছে।

অন্যদিকে সাধারণ ব্যবহারকারীরা ল্যাপটপের ওয়েবক্যাম সচরাচর ব্যবহার করেন না। যে কারণে ম্যানুফ্যাকচারাররা ল্যাপটপগুলোতে হাই কোয়ালিটি ওয়েবক্যাম দেন না। ল্যাপটপ ম্যানুফ্যাকচারাররা চিন্তা করেন, ব্যবহারকারীদের এইচডি বা আল্ট্রা এইচডি কোয়ালিটির ওয়েবক্যাম দেয়ার মানে শুধু অর্থের অপচয়। তাদের ধারণা ভালো ওয়েবক্যামের পেছনে টাকা খরচ করলেও গ্রাহকরা সেটি ব্যবহার করবে না।

এছাড়াও লো কোয়ালিটি ফোর এইটটি পি ওয়েবক্যাম বা লো কোয়ালিটি ভিজিএ ওয়েবক্যাম ব্যাবহার করলে ম্যানুফ্যাকচারাররা ল্যাপটপের অন্যান্য কম্পোনেন্টের ক্ষেত্রে বেশি বাজেট রাখার চিন্তা করেন। যে কারণে ল্যাপটপের ক্যামেরা উন্নত হয় না।

এতদিন বিষয়টি নিয়ে অভিযোগ না থাকলেও এখন ওয়েবক্যাম নিয়ে চিন্তা বাড়ছে। কারণ করোনা মহামারীর কারণে অধিকাংশ মানুষ বাড়িতে বসে কাজ করছেন। করপোরেট কর্মকর্তারা জুম মিটিং বা ইন-জেনারেল অনলাইন ভিডিও কনফারেন্সিং টেকনোলজির ব্যবহার করছেন। যখন তারা দেখছেন তাদের ল্যাপটপে থাকা ওয়েবক্যাম লো কোয়ালিটি ভিডিও আউটপুট করে, তখন অভিযোগের তালিকা দীর্ঘ হচ্ছে।

হুয়াওয়ে ও অনার তাদের ক্যামেরা পপ আপ কি রাখলেও এতে সংযুক্ত ক্যামেরা নিজস্ব অ্যাঙ্গেলের কারণে জনপ্রিয় হতে পারেনি। আগামী দিনে যেসব ল্যাপটপ আসছে তাতে মোটা বেজেল, ডিসপ্লে বা পাঞ্চ হোল ক্যামেরা থাকতে পারে।

সূত্র: টেক রাডার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments