দখিনের সময় ডেস্ক
এশিয়া কাপকে সামনে রেখে বৃহস্পতিবার রাত ৯টায় দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম অনুশীলনে নামে সাকিব বাহিনী। খাতাপত্রে টেকনিক্যাল কনসালট্যান্ট হলেও আদতে প্রধান কোচেরই কাজ করছেন শ্রীধরন শ্রীরাম। আর শ্রীরামের পথচলাও শুরু হয় এই অনুশীলন পর্ব দিয়ে। আর বেশ চমক দিয়েই শুরু করলেন এ ভারতীয় কোচ। নেটে সাকিব-মুশফিকদের ব্যাটিং প্র্যাকটিস করালেন দুই ভারতীয় লেগস্পিনার দিয়ে!
বিসিবি সূত্রে জানা গেছে, শ্রীরামের হাত ধরেই এশিয়া কাপে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন দুই ভারতীয় স্পিনার। নেটে টাইগারদের বল করবেন তারা। আর এ দুই লেগস্পিনারের সামনেই মূল লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার পরিকল্পনাই প্রথম নিলেন শ্রীরাম। এর অন্যতম কারণ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। যে দলে রয়েছেন রশিদ খান ও মুজিব উর রহমানের মতো বিশ্বমানের স্পিনার। লেগস্পিন, গুগলি, ক্যারম বল— সবই অস্ত্রই আছে তাদের কাছে।
পরের ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের সামলাতে হবে শ্রীলংকা ‘ট্রাম্প কার্ড’ লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গাকে। যিনি প্রতিপক্ষকে একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এদিকে বাংলাদেশের ব্যাটাররা লেগ স্পিনে বরবারই দুর্বল। বিষয়টি জানা শ্রীরামেরও। তাই দুই ভারতীয় লেগস্পিনারকে আমিরাতে উড়িয়ে নিয়ে গেলেন নেট বোলার হিসেবে। তাদের দিয়ে আটঘাট বেঁধেই চলল টাইগারদের প্রস্তুতি।
Post Views:
46