Home নির্বাচিত খবর লিভ টুগেদার ও সমকামের ক্ষেত্রেও পরিবারের সম্মান দেওয়া উচিত, ভারতের সুপ্রিম কোর্ট

লিভ টুগেদার ও সমকামের ক্ষেত্রেও পরিবারের সম্মান দেওয়া উচিত, ভারতের সুপ্রিম কোর্ট

দখিনের সময় ডেস্ক:

লিভ টুগেদার ও সমকামী সম্পর্কগুলোকেও পরিবারের সম্মান দেওয়া উচিত। এ মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুধুমাত্র বিবাহিত নারী-পুরুষ এবং তাদের সন্তান থাকলেই পরিবার সংগঠিত হয়, এই ধারণা থেকে বেরিয়ে আসা দরকার বলেও মত দিয়েছেন ভারতের শীর্ষ আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এ এস বোপান্না এই মন্তব্য করেন।

রোববার(২৮ আগস্ট) একটি মামলার রায় দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। সেখানে বলা হয়েছে, নানা কারণেই একটি পরিবারের অবস্থান বদল হতে পারে। কোনও সদস্যের মৃত্যু হলে বা পুনর্বিবাহ করলে গোটা পরিবারের সমীকরণ পালটে যায়। সেই কথা মাথায় রেখেই বলা হচ্ছে, সব ধরনের সম্পর্ককেই পরিবারের স্বীকৃতি দিতে হবে। কেউ যদি বিয়ে না করে একসঙ্গে থাকেন, তাহলে তাদেরও পরিবার হিসাবে গণ্য করতে হবে। সমকামীরাও যদি লিভ ইন করেন তাহলেও তারা পরিবার হিসেবে স্বীকৃতি পাবেন।

একজন নার্সের মামলার রায় দিতে গিয়েই এই পর্যবেক্ষণ করা হয়েছে উচ্চ আদালতের তরফে। ওই নার্স মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করেছিলেন। কিন্তু তার ছুটির আবেদন নাকচ করে দেয় কর্তৃপক্ষ। কারণ হিসাবে বলা হয়, আগেও স্বামীর প্রথম পক্ষের সন্তানের দেখভাল করার জন্য ছুটি নিয়েছিলেন তিনি। সেই কারণেই নিজের সন্তান নেওয়ার জন্য ছুটি পাবেন না ওই নার্স। জানা গেছে, ওই নার্সের স্বামীর প্রাক্তন স্ত্রীর মৃত্যু হয়েছে। তারপর ওই ব্যক্তি দ্বিতীয় বার বিয়ে করেছিলেন। তার সন্তানকে দেখভাল করার জন্যই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন আবেদনকারী নার্স।

প্রসঙ্গত, ২০১৮ সালে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দিলেও তাদের বিয়েকে আইনি মান্যতা দেয়নি আদালত। তাছাড়াও লিভ ইন সম্পর্কে থাকলে সন্তান দত্তক নেওয়ার অধিকার থাকে না। এই দু’টি বিষয়ে অধিকার পাওয়া নিয়ে বহুদিন ধরেই আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে শীর্ষ আদালতের রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দুই বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়েছে, হয়ত চিরাচরিত পরিবার প্রথার চেয়ে এই ধরনের পরিবারগুলো অনেকটাই আলাদা। কিন্তু এই ধরনের পরিবারেও একই রকমভাবে ভালবাসার সম্পর্ক থাকে। সেই কারণেই এহেন পরিবারগুলোর একইরকম আইনি সুযোগ সুবিধা পাওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মামুনুল হকের নামে ৪১টি মামলা, ধর্ষণ মামলা বেশি আলোচিত

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের কওমী মাদরাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক কারামুক্তির পর নেতাকর্মী ও অনুসারীরা হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব...

জামিনে কারাগামুক্ত হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার (৩ মে)  কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়...

আশ্চর্যজনক ছাগল, বিড়ালের মতো ঘরে পোষা যায়

দখিনের সময় ডেস্ক: পরিণত বয়সী ছাগলের উচ্চতা মাত্র ১ ফুট। এগুলো দেশি-বিদেশি অন্যান্য জাতের ছাগলের মতো নয়। এ জাতের ছাগলগুলো মানুষের সঙ্গে খুবই বন্ধুত্বসুলভ আচরণ...

রাজনীতিতে পথহারা বিএনপি

বিএনপি নিয়ে ক্ষমতাসীনদের খিস্তিখেউড় প্রতিনিয়ত চলে বিভিন্ন অনুষ্ঠানে। একটা নাটক আছে না, চলিতেছে সার্কাস। সরকারের অন্তত দুজন মন্ত্রী বিএনপি নিয়ে আল্লাহর ত্রিশ দিন কথা...

Recent Comments