Home বিশেষ প্রতিবেদন বরিশাল নগরীর এক বস্তিতে ৩০ শহীদ মিনার

বরিশাল নগরীর এক বস্তিতে ৩০ শহীদ মিনার

স্টাফ রিপোর্টার:

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বস্তি অত্যন্ত পরিচিত এলাকা। আট বছর আগেও এখানে শহীদ মিনারকে মূর্তির সঙ্গে তুলনা করা হতো। কিন্তু এখন সেখানে শহীদ মিনার নির্মাণে যথারীতি প্রতিযোগিতা হচ্ছে। অলিগলিতে সামর্থ্য অনুযায়ী গড়ে তোলা হয়েছে শহীদ মিনার। মূলত স্কুলপড়ুয়া শিশুরা স্মৃতি ও ঐতিহাসিক মিনার গড়ে তোলার কাজে অংশ নেয়। এ নিয়ে ব্যস্ততার অন্ত থাকে না অভিভাবকদেরও। তাই ২১ ফেব্রুয়ারি ঘিরে শিশুদের সাজ-সজ্জারও কমতি ছিলো না।

ভিন্নধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করে রসুলপুর বস্তির আগামী প্রজন্মের মধ্যে ভাষা সংগ্রামের বীজ বপন করে দিচ্ছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। এ বছর রসুলপুর কলোনীতে ৩০টি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। দলভিত্তিক কাজ করে এই নির্মাণযজ্ঞে অংশ নিয়েছে কমপক্ষে ১৫০ জন শিশু।

সরেজমিনে দেখা গেছে, কলোনীর অলিগলিতে সামর্থ্য অনুযায়ী গড়ে তোলা হয়েছে শহীদ মিনার। মাটির বেদিতে কাঠ, ইট দিয়ে নির্মাণ করা হয়েছে প্রতিটি মিনার। কাঠের গুড়োর সঙ্গে রঙ মিশিয়ে লেখা হয়েছে ভাষা শহীদদের নাম। অঙ্কিত হয়েছে মানচিত্র। রঙিন কাগজে আবৃত করা হয়েছে শহীদ মিনার এলাকা। এক ভিন্ন পরিবেশ ফুটে উঠেছে শিশুদের কোমল হাতের ছোঁয়ায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার বলেন, শহীদ মিনার আমাদের জাতিসত্তার প্রতীক। আগে শুনেছি শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতার কথা। কিন্তু আজ দেখতে এসে সত্যিই আমি অভিভূত। এত সুন্দরভাবে শিশুরা প্রতিটি শহীদ মিনার তৈরি করেছে দেখে আমি আপ্লুত।

ডা. মনীষা চক্রবর্ত্তী গণমাধ্যমকে জানান, ২০১৪ সালে রসুলপুরের সরকারি জমিতে বস্তি উচ্ছেদ অভিযানের খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষকে সহমর্মিতা জানাতে এসে ও উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানাতে এসে একটি বিষয় নজর কাড়ে। রসুলপুর বস্তিতে শিশুদের শহীদ মিনার নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। তখন একটিও শহীদ মিনার ছিল না এখানে। এমনকি শিশুরা নির্মাণ করতে গেলে বড়রা মূর্তি আখ্যা দিয়ে শিশুদের নিবৃত করতেন। শিশুদের যা শিক্ষা দেওয়া হচ্ছিল তাতে প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা ছিল। তাদের ভুল ইতিহাস শেখানো হচ্ছিল। আমি সংগ্রামটা সেখান থেকে শুরু করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments