Home বিশেষ প্রতিবেদন বরিশাল নগরীর এক বস্তিতে ৩০ শহীদ মিনার

বরিশাল নগরীর এক বস্তিতে ৩০ শহীদ মিনার

স্টাফ রিপোর্টার:

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বস্তি অত্যন্ত পরিচিত এলাকা। আট বছর আগেও এখানে শহীদ মিনারকে মূর্তির সঙ্গে তুলনা করা হতো। কিন্তু এখন সেখানে শহীদ মিনার নির্মাণে যথারীতি প্রতিযোগিতা হচ্ছে। অলিগলিতে সামর্থ্য অনুযায়ী গড়ে তোলা হয়েছে শহীদ মিনার। মূলত স্কুলপড়ুয়া শিশুরা স্মৃতি ও ঐতিহাসিক মিনার গড়ে তোলার কাজে অংশ নেয়। এ নিয়ে ব্যস্ততার অন্ত থাকে না অভিভাবকদেরও। তাই ২১ ফেব্রুয়ারি ঘিরে শিশুদের সাজ-সজ্জারও কমতি ছিলো না।

ভিন্নধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করে রসুলপুর বস্তির আগামী প্রজন্মের মধ্যে ভাষা সংগ্রামের বীজ বপন করে দিচ্ছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। এ বছর রসুলপুর কলোনীতে ৩০টি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। দলভিত্তিক কাজ করে এই নির্মাণযজ্ঞে অংশ নিয়েছে কমপক্ষে ১৫০ জন শিশু।

সরেজমিনে দেখা গেছে, কলোনীর অলিগলিতে সামর্থ্য অনুযায়ী গড়ে তোলা হয়েছে শহীদ মিনার। মাটির বেদিতে কাঠ, ইট দিয়ে নির্মাণ করা হয়েছে প্রতিটি মিনার। কাঠের গুড়োর সঙ্গে রঙ মিশিয়ে লেখা হয়েছে ভাষা শহীদদের নাম। অঙ্কিত হয়েছে মানচিত্র। রঙিন কাগজে আবৃত করা হয়েছে শহীদ মিনার এলাকা। এক ভিন্ন পরিবেশ ফুটে উঠেছে শিশুদের কোমল হাতের ছোঁয়ায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার বলেন, শহীদ মিনার আমাদের জাতিসত্তার প্রতীক। আগে শুনেছি শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতার কথা। কিন্তু আজ দেখতে এসে সত্যিই আমি অভিভূত। এত সুন্দরভাবে শিশুরা প্রতিটি শহীদ মিনার তৈরি করেছে দেখে আমি আপ্লুত।

ডা. মনীষা চক্রবর্ত্তী গণমাধ্যমকে জানান, ২০১৪ সালে রসুলপুরের সরকারি জমিতে বস্তি উচ্ছেদ অভিযানের খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষকে সহমর্মিতা জানাতে এসে ও উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানাতে এসে একটি বিষয় নজর কাড়ে। রসুলপুর বস্তিতে শিশুদের শহীদ মিনার নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। তখন একটিও শহীদ মিনার ছিল না এখানে। এমনকি শিশুরা নির্মাণ করতে গেলে বড়রা মূর্তি আখ্যা দিয়ে শিশুদের নিবৃত করতেন। শিশুদের যা শিক্ষা দেওয়া হচ্ছিল তাতে প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা ছিল। তাদের ভুল ইতিহাস শেখানো হচ্ছিল। আমি সংগ্রামটা সেখান থেকে শুরু করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোয়েন্দা নজদারীতে নতুন ডিসিরা

দখিনের সময় ডেস্ক: এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এদিকে ক্রমশঃ জটিল হচ্ছে...

মহানবীকে নিয়ে কটুক্তি, মুম্বাই অভিমুখে মুসলিমদের যাত্রা

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন...

নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাইডেন-ইউনূসের বৈঠক

দখিনের সময় ডেস্ক: স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও ভালো, কখনও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে...

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

Recent Comments