Home খেলাধূলা ভারতের টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কার সামনে ফাইনাল

ভারতের টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কার সামনে ফাইনাল

দখিনের সময় ডেস্ক

সুপার ফোরের লড়াইয়ে আজ ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। হাতে থাকা দুই ম্যাচেই জয় পেতে হবে রোহিত শর্মাদের। আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। এ ম্যাচে জয়ের বিকল্প নেই। হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত। আগের ম্যাচে তারা আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে বেশ সুবিধাজনক স্থানেই আছে।

এশিয়া কাপে ফেবারিট হিসেবে খেলতে নেমে গ্রুপ পর্বে তার প্রমাণও দেয় রোহিত শর্মারা। পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর হংকংয়ের বিপক্ষে জয় পায় তারা ৪০ রানের বড় ব্যবধানে। সুপার ফোরেও তারাই ছিল ফেবারিট। তবে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের সুপার লড়াইয়ে হেরে যায় তারা ৫ উইকেটে। অথচ ১৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিলেন কোহলিরা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন কোহলি (৩২টি)।

রোহিত শর্মা ৩১টি হাফ সেঞ্চুরি নিয়ে আছেন দুই নম্বরে। রোহিত ও রাহুল মিলে ৫০-ঊর্ধ্ব রানের জুটি গড়েন ১৪তম বারের মতো। কিন্তু রেকর্ডের এই ম্যাচটাও ভারত জিততে পারেনি। পাকিস্তান ৫ উইকেটে জিতে ফাইনালের পথে এগিয়ে যায়। তবে আগের ম্যাচের পরাজয়ের পর সামনের ম্যাচগুলো নিয়ে বেশ দৃঢ় প্রতিজ্ঞ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো রানই সংগ্রহ করেছিলাম। যে কোনো উইকেটের জন্যই ১৮০+ রান ভালো সংগ্রহ। তবে ইনিংসের মাঝখানে উইকেট নিতে না পারাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াল। আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচে খেলতে নামব।’

লঙ্কানরা আফগানদের বিপক্ষে সুপার ফোরে প্রথম ম্যাচ জিতে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে আছে। আজ জিতলেই তাদের ফাইনাল নিশ্চিত। তবে ভারতের বিপক্ষে চলতি বছরে তারা কোনো টি-২০ ম্যাচ জিততে পারেনি। গত ফেব্রুয়ারিতে তিনটা টি-২০ খেলে তিনটাতেই ভারতের কাছে হেরেছে লঙ্কানরা। আজ অনেকটা এগিয়ে থেকেই লড়াইয়ে নামবে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments