Home আন্তর্জাতিক ভারতে আবার রেড়েছে করোনার প্রকোপ. আঘাত হেনেছে সেকেন্ড ওয়েভ?

ভারতে আবার রেড়েছে করোনার প্রকোপ. আঘাত হেনেছে সেকেন্ড ওয়েভ?

দখিনের সময় ডেক্স:

ভারতে আবার করোনার প্রকোপ বেড়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, তা হলে কি দেশটিতে দ্বিতীয় ওয়েব শুরু হয়েছে? ভারতে করোনাভাইরাস মহামারির ‘সেকেন্ড ওয়েভ’ বা দ্বিতীয় ধাক্কা আঘাত হানতে চলেছে- এমন আশঙ্কা প্রবল হযেছে। মুখে ‘সেকেন্ড ওয়েভ’ কথাটা উচ্চারণ না-করলেও সরকারের যাবতীয় প্রস্তুতি চলছে সেই দ্বিতীয় ধাক্কা ঠেকানোর চেষ্টাতেই। খবর সূত্র: বিবিসি।

ভারতে এখন আবার রোজ প্রায় হাজার পনেরো নতুন রোগী শনাক্ত হচ্ছেন – এবং এই সব রোগীর প্রায় পঁচাশি শতাংশই মহারাষ্ট্রসহ ভারতের মাত্র পাঁচটি রাজ্যে। মহারাষ্ট্র, কেরালা-সহ বেশ কয়েকটি রাজ্যে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আচমকাই হু হু করে বাড়ছে। কোভিড রোগীর সংখ্যা বাড়ছে পাঞ্জাবেও। এ অবস্থায় নতুন করে লকডাউন জারি করা কিংবা ট্রেন-প্লেনের সফরে কড়া বিধিনিষেধ আরোপের কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি টিকাকরণের গতি বাড়ানোসহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার।

ভারতে নতুন করে কোভিড পজিটিভ কেস বাড়ার ঘটনাকে বিশেষজ্ঞরা সবাই অবশ্য এখনই ‘সেকেন্ড ওয়েভ’ বলতে রাজি নন। মানুষের ঢিলেঢালা মনোভাব এবং ভাইরাসের মিউটেটেড কিছু প্রজাতিই হয়তো এর জন্য দায়ী বলে তারা অনেকে মনে করছেন। শীতের মাঝামাঝি, জানুয়ারি মাসের দিকে গোটা ভারতে যেভাবে কোভিড কেসের সংখ্যা হু হু করে কমছিল, সেই প্রবণতা প্রায় হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে প্রায় দিনদশেক হল।

মানুষই ভিড়ের জায়গায় মাস্ক পড়ছে না, সামাজিক দূরত্ব মানছে না – কিংবা মুম্বাইয়ের লোকাল ট্রেনেও আবার সেই দমবন্ধ করা ভিড় হচ্ছে আগের মতোই- তারা সবাই প্রায় বলছেন এক সুরেই। এই পটভূমিতেই সরকার দেশে চলমান টিকাকরণের গতি বাড়িয়ে আগামী কয়েক সপ্তাহের ভেতর দৈনিক অন্তত ৫০ লক্ষ ডোজ ভ্যাক্সিন দেওয়ার পরিকল্পনা করেছে। তবে জাতীয় কোভিড টাস্ক ফোর্সের সদস্য সুনীলা গর্গ মনে করছেন, কয়েক মাস আগের স্ট্র্যাটেজিতে ফিরে যাওয়াই এখন একমাত্র পথ। ড: গর্গ বলছেন, সাধারণ মানুষের ব্যবহার সবার আগে পাল্টাতে হবে। আক্রান্ত এলাকাগুলোয় যে ক্লাস্টার কনটেইনমেন্ট স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, সেখানে আবার ফিরে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments