Home শীর্ষ খবর বরিশাল বিভাগে বিএডিসির প্রকল্প ব্যাহত, ব্যর্থ কর্মকর্তা পুরস্কৃত!

বরিশাল বিভাগে বিএডিসির প্রকল্প ব্যাহত, ব্যর্থ কর্মকর্তা পুরস্কৃত!

রিফাতুল ইসলাম:

বরিশাল বিভাগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন কাজ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এ ক্ষেত্রে ব্যর্থতা  চিহ্নিত হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। উল্টো ব্যর্থ কর্মকর্তার উপর একের পর এক দায়িত্ব অর্পণ করা হচ্ছে। এমনকি প্রকল্প বাস্তবায়নের ফোকাল পয়েন্ট নির্ধরণেও রহস্যজনক আচরণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্রমতে, বরিশাল সার্কেলের আওতায় সবুজ পাতা বহির্ভুত প্রকল্প হিসেবে পটুয়াখালী  ও বরগুণা জেলা সেচ উন্নয়ন প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে পটুয়াখালী রিজিয়নের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন ভূঞাকে এবং বরিশাল, ভোলা, ঝালকাঠী ও পিরোজপুর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে বরিশাল রিজিয়নের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রীকে নিয়োগ দেয়া হয়। এ সময় কর্তৃপক্ষের নির্দেশনা ছিলো, উল্লেখিত কর্মকর্তারা অতিদ্রুত প্রকল্প প্রনয়ন, সংশোধন এবং প্রক্রিয়াকরণের ব্যবস্থা করবেন। কিন্তু বাস্তবে নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী  ২ বছর ৪ মাস ২৩ দিন পর ২০২০ সালের ১৯ জুলাই প্রকল্প প্রস্তাব সরাসরি প্রধান(মিশু) ঢাকা বরাবরে প্রেরণ করেন। প্রেরিত প্রকল্প প্রস্তাবের উপর একই বছর ২৫ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের যাচাই কমিটির সভায় প্রকল্প সম্ভাবনা যাচাই প্রতিবেদন হালনাগাদ করে প্রেরনের সিদ্ধান্ত গ্রহণসহ ২৩টি পর্যবেক্ষণ/আপত্তি দিয়ে ফেরত পাঠানো হয়। একই বছর অর্থাৎ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বরিশাল বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আন্তঃমন্ত্রণালয়ে মধ্যবর্তী মূল্যায়ন কমিটি কর্তৃক প্রদত্ত সুপারিশ ও পর্যবেক্ষণগুলো প্রস্তাবিত ও বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে প্রতিফলিত না হওয়ায় আপত্তিসহ ফেরত প্রদান করা হয়।

প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রিকে প্রকল্প প্রনয়নের দায়িত্ব ছাড়াও বরিশাল অঞ্চলে চলমান দুটি রাবার ড্যাম প্রকল্পের কাজ ডাবল লিফটিং প্রকল্পের আওতায় চলমান কাজ, জরীপ ও পরীবিক্ষণ প্রকল্পের আওতায় চলমান কাজ, এসএসিপি প্রকল্পের আওতায় চলমান কাজ, অফিস ভবন পুন:নির্মাণ, আধুনিকীকরণ ও সংস্কার প্রকল্পের আওতায় চলমান কাজ, সৌরশক্তি চালিত সোলার পাম্প স্থাপন প্রকল্পের আওতায় চলমান কাজ তদারকী করতে হয়। বর্নিত প্রকল্পের চলমান কাজ করার জন্য তাকে সবসময় ব্যস্ত থাকতে হয়। প্রকল্প প্রনয়ণ কাজে তিনি সময় দিতে পারেন না বলে জানা গেছে। যে কারণে প্রকল্পের চলমান তদারকী কাজ যথাযথভাবে সম্পাদন হচ্ছে না। ফলে প্রকল্প প্রনয়ন কাজেও বিঘœ সৃষ্টি হচ্ছে। সূত্রমতে, মাঠ পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিএডিসি’র সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের  বর্নিত নির্দেশনা অনুস্মরণ না করায় বরিশাল রিজিয়নের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য পত্র দেয়া হয়েছিলো। কিন্তু তা আমলে নেয়া হয়নি বলে জানাগেছে।

প্রস্তাবিত ও বরিশাল, ভোলা,  ঝালকাঠী ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ডিপিপিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যক্রম কিভাবে সমন্বিত হবে সে বিষয়ে প্রধান প্রকৌশলী(ক্ষুদ্রসেচ) বরাবরে একটি নির্দেশনা চাওয়া হয়েছিলো বলে জানা যায়। কিন্তু সূত্র মতে, কোন নির্দেশনা পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, মাঠ পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের কার্যক্রম সুস্পষ্ট করে নির্ধারণ করা জরুরী। সূত্র জানায়, বরিশাল রিজিয়নের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী একটি অপূর্ণাঙ্গ ও দায়সারা গোছের প্রকল্প প্রস্তাব প্রেরণ করলেও পটুয়াখালী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী কোন প্রস্তাব প্রেরণ করেননি বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments