Home আন্তর্জাতিক ৩ লাখ টাকা বেতনে রুশ বাহিনীতে চাকরি, সুযোগ পাবেন বিদেশিরাও

৩ লাখ টাকা বেতনে রুশ বাহিনীতে চাকরি, সুযোগ পাবেন বিদেশিরাও

দখিনের সময় ডেস্ক:

ইউক্রেনে বিশেষ অভিযানের জন্য চুক্তিতে সেনা নিয়োগ দিচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। বেতন হিসেবে প্রতিমাসে নিয়োগপ্রাপ্ত সেনারা পাবে অন্তত তিন হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা।

ইউক্রেনে রাশিয়া সেনা সংকটে ভুগছে বলে দাবি পশ্চিমা গোয়েন্দাদের। এছাড়া সম্প্রতি রাশিয়া তাদের কয়েদিদের ইউক্রেন যুদ্ধে পাঠাতে মরিয়া বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে। এরমধ্যে রাশিয়ার চুক্তিতে সেনা নিয়োগের খবর দিয়েছে রয়টার্স, আল-জাজিরা।  এদিকে রুশ-ইউক্রেন যুদ্ধে কোনো দেশই তাদের হতাহত সেনাদের পরিসংখ্যান সরকারিভাবে প্রকাশ করেনি। তবে পশ্চিমা গোয়ন্দা সংস্থাগুলোর ধারণা, উভয় দেশই যুদ্ধে হাজার হাজার সেনা হারিয়েছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ রোববার পর্যন্ত টানা ২০৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। স্বেচ্ছাসেবকদের আকৃষ্ট করতে দেশটির বাহিনী ‘মোবাইল রিক্রুটিং ট্রাক’ ব্যবহার করছে। তেমনি দেশটির দক্ষিণাঞ্চলীয় রুস্তভ শহরে গতকাল শনিবার এক বিশেষ ইউনিটকে এমন ট্রাকের সামনে দেখা গেছে।

সেনারা মুখে কালো মাস্ক পরে সেনার বেশে দাঁড়িয়ে ছিল। তারা তাদের বন্দুক দেখিয়ে রাস্তার লোকজনদের আকৃষ্ট করার চেষ্টা করছিল। সেইসঙ্গে ‘চুক্তিতে সামরিক পরিষেবা- একজন প্রকৃত পুরুষের পছন্দ’ শিরোনামে ‘লিফলেট’ বিতরণ করছিলেন। রুস্তভে ওই ট্রাকের ইনচার্জ বলেন, ১৮ থেকে ৬০ বছর বয়সী রুশ ও বিদেশিরা যারা অন্তত উচ্চ-মাধ্যমিক পাশ তারা এই নিয়োগের জন্য প্রযোজ্য হবেন।

মেজর সের্গেই আর্দাশেভ বলেন, যারা দেশপ্রেমী মনের তারা বিশেষ সামরিক অভিযানের জন্য তিন অথবা ছয় মাসের জন্য চুক্ততিতে নিয়োগপ্রাপ্ত হবেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিমাসে বেতন হবে এক লাখ ৬০ হাজার রুবল (দুই হাজার ৭০০ ডলার) যা বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকার বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments