Home খেলাধূলা সাফ নারী চ্যাম্পিয়নশিপ, স্বপ্নপূরণের ফাইনাল আজ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ, স্বপ্নপূরণের ফাইনাল আজ

দখিনের সময় ডেস্ক:

আজ সোমবার  (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাঠমান্ডুর রশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত ফাইনাল খেলবে এবং শিরোপা জিতবে- এত দিন টুর্নামেন্টে এটাই যেন একপ্রকার রীতি হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে প্রতিযোগিতার ষষ্ঠ আসরে পাল্টে গেছে প্রথাগত নিয়ম।

সাবিনা-কৃষ্ণাদের বিপক্ষে গ্রুপপর্বে বিধ্বস্ত হওয়া ভারত সেমিফাইনালে বিদায় নিয়েছে নেপালের হাত ধরে। এবার স্বপ্নের ফাইনালের অপেক্ষা। বাংলাদেশের স্বপ্নপূরণের ম্যাচে শেষ বাধা স্বাগতিক নেপাল।  টুর্নামেন্টে যেই জিতুক হতে যাচ্ছে ইতিহাস। সাফ নারী ফুটবল পাবে নতুন চ্যাম্পিয়নকে। দুটো দলই ভারতের কাছে স্বপ্ন জমা দিয়ে এসেছে। নেপাল তো ৪ বার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারতের কাছে। এবার শেষ চারের ম্যাচে সেই দলটিকে ১-০ গোলে হারিয়ে কিছুটা হলেও প্রতিশোধ নিয়েছে নেপাল। আর গ্রুপপর্বে ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।

২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৯ সালে ফাইনাল খেলেছে নেপাল। মাঝে ২০১৬ সালের ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। ৫টি আসরেই বিজয়ের হাসি হেসেছে ভারত। এবারের আসরে ভারতীয়দের এক ঘা মেরেছে দুই ফাইনালিস্টই। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ১-০ গোলে জেতে স্বাগতিক শিবির। তবে ফাইনালের টিকিটের জন্য অমন কাঠখড় পোড়াতে হয়নি গোলাম রব্বানি ছোটনের ছাত্রীদের। ভুটানকে গোলের মালা পরিয়ে ফাইনালের মঞ্চে নাম লিখিয়েছেন তারা।

২০১০ সালে প্রথমবার নেপালের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। সবশেষ ২০১৯ সালে গ্রুপপর্বের ম্যাচটার ফলও একই। এর মাঝে ২০১৪ সালে সেমিতে ১-০ গোলে হার। এবারের ম্যাচটা তাই বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চ হিসেবে তৈরি করেছে। আর নেপালের কাছে ফাইনালটা ইতিহাসের পুনরাবৃত্তির। তবে নেপাল ফেভারিট হলেও ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ দল।

পরিসংখ্যান এবং হোম কন্ডিশনে নেপাল এগিয়ে থাকলেও বাংলাদেশ কোচ রব্বানির মতে ফাইনালটা হতে যাচ্ছে ফিফটি ফিফটি। গতকাল ম্যাচের আগে তিনি বলেছেন, ‘সব বিভাগে উন্নতির ধারায় আছে মেয়েরা। নেপালের বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। ফিফটি-ফিফটি ম্যাচ হবে। এখানে সুযোগ কম আসবে, কিন্তু যেগুলোই আসবে কাজে লাগাতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments