Home শীর্ষ খবর পঞ্চগড়ে  নৌকাডুবি, নারী-শিশুসহ ২৩ জনের লাশ উদ্ধার

পঞ্চগড়ে  নৌকাডুবি, নারী-শিশুসহ ২৩ জনের লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক:

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জন নারী, ৭ জন শিশু এবং ৪ জন পুরুষ। প্রায় ১৫০ জন যাত্রী ছিল ওই নৌকায়।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৬ জন। তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সোলেমান আলী নৌকাডুবিতে মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মহালয়া(২৫ সেপ্টেম্বর) উপলক্ষে উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দির পরিদর্শনে যাচ্ছিলেন অনেকে। ফলে ঘাটে প্রচুর ভিড় ছিল। যেই নৌকাটি ডুবে গেছে, সেটি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করেছে। প্রায় ১৫০ জন যাত্রী ছিল ওই নৌকায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার অভিযান চালায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে যোগ দেয়। উদ্ধারকারীরা অনেককে জীবিত উদ্ধার করলেও পরে ২৩ জনের মরদেহ উদ্ধার করে। যদিও মৃত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

এদিকে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মৃতদের সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন।  নৌকাডুবিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments