Home নির্বাচিত খবর রহিমার নিখোঁজ নাটকের পুরোটাই সাজানো, নেপথ্যে জমি নিয়ে বিরোধ

রহিমার নিখোঁজ নাটকের পুরোটাই সাজানো, নেপথ্যে জমি নিয়ে বিরোধ

দখিনের সময় ডেস্ক:

নিখোঁজের ২৮ দিন পর ফরিদপুর থেকে রহিমা বেগমকে জীবিত উদ্ধারের পর নিয়ে আসা হয়েছে খুলনার দৌলতপুর থানায়। উদ্ধারের পর থেকে নির্বাক ভূমিকায় আছেন তিনি। কোন কথা বলতে চাইছেন না রহিমা বেগম। এতে রহস্যের সঙ্গে তৈরি হচ্ছে নানা ধরনের গল্প ও অভিযোগ। প্রশ্ন উঠেছে, রহিমার নিখোঁজ নাটকের পুরোটাই সাজানো?

এদিকে, রহিমা বেগমের নিখোঁজের ঘটনায় তার মেয়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারদের পরিবার সদস্যরা দাবি করেছেন, সম্পত্তি নিয়ে বিরোধের কারণেই মিথ্যা মামলা দিয়ে তাদের ফাঁসানো হয়েছে। তাদের দাবি, নিখোঁজের বিষয়টি পুরোই সাজানো। নাম প্রকাশ না করা শর্তে খুলনার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই নিখোঁজের নাটক সাজানো হয়েছে বলে মনে করছেন তারা। এতে তার মেয়ে মরিয়মসহ অন্য মেয়েরাও জড়িত থাকতে পারে।

এই কর্মকর্তা আরো জানান, পরিকল্পনা মতো তারা যে কোনো নারীর মৃতদেহকে তার মায়ের মৃতদেহ বলে দাবি করার ঘটনাও রহস্যজনক। তবে আত্মগোপনে থাকা সম্পর্কে রহিমা বেগম পুলিশকে এখনো কোনো তথ্য দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

খুলনা পুলিশ জানায়, রহিমা বেগম ফরিদপুরে আত্মগোপনে ছিলেন। তবে কী কারণে তিনি এ আত্মগোপন করেছিলেন তা তারা জানতে পারেননি। কারণ জিজ্ঞাসাবাদেও তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। অথচ উদ্ধারের সময় তাকে দুই নারীর সঙ্গে কথা বলতে দেখা গেছে। রহিমা বেগমকে দেখতে দৌলতপুর থানায় ছুটে এসেছিলেন তার সন্তানরা। প্রথমে রহিমা তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। পরে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে তিনি সন্তানদের সঙ্গে দেখা করলেও কোন কথা বলেননি। এমনকি স্বামীর সঙ্গেও দেখা করতে চান না তিনি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ফরিদপুরে বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের কুদ্দুসের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। ওই বাড়ির বাসিন্দারা পুলিশকে জানিয়েছে, রহিমা বেশ ক’দিন চট্টগ্রাম ও মোকসেদপুরে ছিলেন। এরপর ১৭ আগস্ট বোয়ালমারীতে কুদ্দুসের বাড়িতে যান।

পুলিশ যখন কুদ্দুসের বাড়িতে পৌঁছায়, তখন রহিমা বেগম সেখানে কুদ্দুসের স্ত্রী ও ভাইয়ের বউয়ের সঙ্গে গল্প, হাসি-আড্ডায় মেতে ছিলেন। কিন্তু পুলিশ দেখার পর থেকেই তিনি নির্বাক হয়ে যান। হেফাজতে নেওয়ার পর রাতেও আর কিছু খেতে চাননি।

রহিমা বেগমের এমন নির্বাক হয়ে যাবার ঘটনায় কিছুটা দ্বন্দ্বের মধ্যে পড়েছে খুলনা পুলিশ। তাদের ধারণা, কথা বলতে গিয়ে আসল ঘটনা বেরিয়ে আসতে পারে, এমন আশঙ্কা থেকে রহিমা বেগম নিশ্চুপ থাকার কৌশল গ্রহণ করে থাকতে পারেন।

এদিকে, রহিমা বেগমের নিখোঁজের ঘটনায় তার মেয়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারদের পরিবার সদস্যরা দাবি করেছেন, সম্পত্তি নিয়ে বিরোধের কারণেই মিথ্যা মামলা দিয়ে তাদের ফাঁসানো হয়েছে। তাদের দাবি, নিখোঁজের বিষয়টি পুরোই সাজানো। নাম প্রকাশ না করা শর্তে খুলনার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই নিখোঁজের নাটক সাজানো হয়েছে বলে মনে করছেন তারা। এতে তার মেয়ে মরিয়মসহ অন্য মেয়েরাও জড়িত থাকতে পারে।

রহিমা বেগম যে বাড়ি থেকে উদ্ধার হয়েছেন, সেই বাড়ির মালিক কুদ্দুসের ভাগনে জয়নাল স্থানীয় সংবাদিকদের জানান, রহিমা বেগম তাদের বাড়িতে আসার পর মারিয়ম মান্নানের ফেসবুক একাউন্টে দেয়া মোবাইলে ফোন করেছিলেন। তবে সেই ফোন মরিয়মের এক ভাইয়ের বৌ রিসিভ করে জয়নালকে আর ফোন না করতে অনুরোধ করেন। এই কথায় জয়নাল অবাক হন বলেও জানান। নিখোঁজ ব্যক্তির খোঁজ দিয়ে ফোন করার পরও তার স্বজনদের এমন আচরণ অবাক করেছে জয়নালকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments