Home বরিশাল ঝালকাঠি উপজেলা চেয়ারম্যানের আচরণে সাংবাদিকরা ক্ষুব্ধ, বিব্রত এমপি হারুন

উপজেলা চেয়ারম্যানের আচরণে সাংবাদিকরা ক্ষুব্ধ, বিব্রত এমপি হারুন

দখিনের সময় ডেস্ক:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) বজলুল হক হারুনের সভা বর্জন করেছেন সাংবাদিকরা। আজ রোববার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজাপুর উপজেলা পরিষদের সভা কক্ষ থেকে তারা চলে যান। এতে বিবক্রতকর অবস্থায় পড়েন বজলুল হক হারুন।

সাংবাদিকরা জানান, এমপির আগমনের সময়সূচি দুই দিন আগেই স্থানীয় সাংবাদিকদের প্রত্যেকের ই-মেইলে পাঠানো হয়েছে। তারা সেই সময়সূচি অনুযায়ী সংবাদ সংগ্রহের জন্য উপজেলা পরিষদে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন এমপি বজলুল হক হারুন। এরপর উপজেলায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত হন। উপস্থিত সাংবাদিকরাও সংবাদ সংগ্রহের জন্য সভাকক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করেন।

এমপির উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজেদের মধ্যে আলোচনা করার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মাইক্রোফোন হাতে নিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজকের সভাটি হচ্ছে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের নিয়ে, আপনারা চেয়ারগুলো ছেড়ে দিন।’

উপজেলা চেয়ারম্যানের এ আচরণে এমপি বজলুল হক হারুন চুপ থাকায় উপস্থিত সাংবাদিকরা সভাকক্ষ থেকে সভা বর্জন করে চলে আসেন। এ বিষয়ে রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বলেন, সকালে এমপি মহোদয়ের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা চলাকালীন আমাদের অনেক কর্মকর্তা আসন না পেয়ে দাঁড়িয়ে ছিলেন, তাই আমি তাদেরকে বসতে দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দখিনের সময় ডেস্ক: সারা দেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট অবস্থার মধ্যেই দেশের ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস...

হাইকোর্টে আবারও জামিন আবেদন সেই মিন্নির

দখিনের সময় ডেস্ক: হাইকোর্টে আবারও জামিন আবেদন করেছেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি। রবিবার(২১ ‍এপ্রিল) বিচারপতি মো. রুহুল কুদ্দুসের...

Recent Comments