Home রাজনীতি ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন ফখরুল: তথ্যমন্ত্রী

ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন ফখরুল: তথ্যমন্ত্রী

দখিনের সময় ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। পঞ্চগড়ের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি।

রোববার দুপুরে বোদা উপজেলায় ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্প্রতি বোদা উপজেলার আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে অথচ তিনি এখনো ঘটনাস্থলে আসেননি। ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন। আমরা এসেছি, আমাদের পর তিনি আসবেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়।

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, আওয়ামী লীগ কখনো মানুষকে বিপদে ঠেলে দেয় না। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকব। ঘটনার পর থেকে সব ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে সরকার। তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি করতোয়ার আউলিয়ার ঘাটে সেতু নির্মাণ করা হবে। আগামী বছরের জানুয়ারির মধ্যে এ সেতুর কাজ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

Recent Comments