Home বিনোদন অমিতাভ-রেখার ঘনিষ্ঠ দৃশ্য দেখে ‘সেদিন’ কেঁদেছিলেন জয়া

অমিতাভ-রেখার ঘনিষ্ঠ দৃশ্য দেখে ‘সেদিন’ কেঁদেছিলেন জয়া

দখিনের সময় ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখা। পুরো ক্যারিয়ারেই প্রেম, বিয়েসহ আরও নানা বিষয় নিয়ে বরাবরই তুমুল আলোচিত। অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও সবচেয়ে আলোচিত ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন। বলিউডে যখন চারদিকে অমিতাভ-রেখার প্রেমের গুঞ্জন, তখন একের পর এক হিট সিনেমাতে অভিনয় করেছেন এই জুটি।

আর বড় পর্দায় তাদের রসায়নে মুগ্ধ হচ্ছিলেন দর্শক, যার মধ্যে একটি ছিল মুকাদ্দার কা সিকান্দার। এই সিনেমায় রেখা ও অমিতাভের যে প্রেমের দৃশ্যটি ছিল তা হলের একদম সামনের সারিতে বসে দেখেছিলেন জয়া বচ্চন। হঠাৎ তার চোখ থেকে অবিরাম পানি বেড়িয়ে আসে। আর সেই দৃশ্য প্রজেকশন রুম থেকে দেখেছিলেন রেখা।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, স্টারডাস্ট নামক এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন রেখা। বলেছিলেন, সেদিন জয়াকে দেখে তার খারাপ লেগেছিল।

সাক্ষাৎকারে রেখা বলেন, মুকাদ্দার কা সিকান্দার মুক্তি পাওয়ার আগে গোটা বচ্চন পরিবারের জন্য ছবিটি আগাম স্ক্রিনিং করা হয়েছিল। সেদিন আমিও হলে ছিলাম। তবে প্রজেকশনের রুমে। জয়া সামনের সারিতে বসেছিলেন। আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার আর অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্যের সময় তার চোখ থেকে পানি পড়ছিল।

এই শোর সপ্তাহ পার না হতেই সহকর্মীদের কাছে রেখা শুনতে পান, অমিতাভ তার সঙ্গে আর সিনেমা করবেন না। এরপর অমিতাভ প্রযোজকদের জানিয়ে দেন, তিনি রেখার সঙ্গে আর সিনেমা করবেন না। এরপর থেকে রেখার সঙ্গে বচ্চনকে আর কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি।

অমিতাভের স্ত্রী জয়াকে ‘দিদিভাই’ বলে ডাকতেন রেখা। সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, দিদিভাই অনেক বেশি পরিণত। অনেক ধীর স্থির। আমি তার মতো মর্যাদাবোধ সম্পন্ন নারী আজও দেখিনি। তিনি বলেছিলেন, একটা সময়ে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমরা একই বাড়িতে থাকতাম। আমি তাকে দিদিভাই বলে ডাকতাম। এখনও ডাকি। যা-ই হয়ে থাক না কেন, এই সম্পর্ক কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments