Home খেলাধূলা রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার মূলে নিজেকেই দেখছেন মেসি

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার মূলে নিজেকেই দেখছেন মেসি

দখিনের সময় ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার মূলে নিজেকেই দেখছেন মেসি
বিশ্বকাপ ক্যারিয়ারে সবচেয়ে বাজে ফলাফলের মুখোমুখি গতবারই হয়েছিলেন লিওনেল মেসি। দল বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। গেল রাশিয়া বিশ্বকাপে দলের এমন ব্যর্থতার পেছনে নিজের দায়ই বেশি দেখছেন আর্জেন্টিনা অধিনায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল আইসল্যান্ডের। সেই ম্যাচের ১৯ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে গিয়েছিল দলটি। তবে আলফি ফিনবগাসনের গোলে এর মিনিট চারেক পরই সমতা ফেরায় আইসল্যান্ড। আর্জেন্টিনা অবশ্য সমতা ভাঙার, ম্যাচটা জেতার সুযোগ পেয়েছিল দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল দলটি, কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি। আইসল্যান্ড গোলরক্ষক হ্যানেল হ্যালডরসন পেনাল্টিটা ঠেকিয়ে দেন দারুণভাবেই। সেই ম্যাচটা ড্র করে আলবিসেলেস্তেরা।

এরপর ক্রোয়েশিয়ার কাছে হেরে খাদের কিনারে চলে গিয়েছিল দলটি, যদিও শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের রানার্স আপ হয়ে চলে যায় শেষ ষোলোয়। সেখানে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলয় আসা ফ্রান্সের সামনে পড়ে দলটি। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেন মেসিরা।

মেসির বিশ্বাস, সেদিন আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোলটা করতে পারলেই দৃশ্যটা বদলে যেত। সেটা করতে পারেননি, তাই দলের ব্যর্থতার মূলে নিজের দায়টাকেই বড় করে দেখছেন তিনি। সম্প্রতি ডিরেক্টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন এই কথা। মেসি বললেন, ‘আমি যদি সে দিন পেনাল্টি থেকে গোল করতে পারতাম, তা হলেই ছবিটা অন্য রকম হতো।’ কেন হতো, সেটাও জানালেন মেসি। বললেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ। প্রথম ১৫ মিনিট সব সময়ই উৎকণ্ঠা ও স্নায়ুচাপ থাকে। এই সময় অনেক কিছু ঘটে যেতে পারে। তা ছাড়া প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ হয়। এর উপরেই নির্ভর করে কতটা চাপমুক্ত হয়ে খেলতে পারবে সবাই।’

‘আমি সব সময়ই বলি, আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে আমি যদি গোলটা করতে পারতাম, তাহলে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করতে পারতাম। পুরো পরিস্থিতিটাই সম্পূর্ণ বদলে যেত। এই কারণেই শুরুটা খুব ভাল হওয়া প্রয়োজন।’ মূলত আসছে কাতার বিশ্বকাপ প্রসঙ্গেই উঠে আসে কথাটি। আসছে বিশ্বকাপে আর্জেন্টিনা আছে ‘সি’ গ্রুপে, সেখানে দলটির প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। টানা ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে, আগামী ২২ নভেম্বর মাঠে নামবে দুই দল। প্রতিপক্ষ সহজ হলেও প্রথম ম্যাচে চাপটা অনেক বেশি, সেটা বুঝাতে গিয়েই আইসল্যান্ড ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন মেসি। সেবারের সেই ‘ব্যর্থতা’ যে এবার ঘুচিয়ে দিতে চাইবেন মেসি, তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments