Home খেলাধূলা দক্ষিণ আফ্রিকার জয়কে কাজে লাগাতে চান সাকিব

দক্ষিণ আফ্রিকার জয়কে কাজে লাগাতে চান সাকিব

দখিনের সময় ডেস্ক

নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার দৌঁড়ে টিকে থাকার চাপে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার এই চাপকে বড় সুবিধা মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সর্বশেষ দেখায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ সিরিজ জিতে বাংলাদেশ। সেটাকেও বাড়তি সুবিধা হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পথে থেকেও বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। বৃষ্টি আইন কার্যকর হওয়ার আগেই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

সাকিবের মতে, বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচে জিততেই হবে ভেবে মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে দক্ষিণ আফ্রিকাকে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সাকিব বলেন, ‘এ কারণেই তারা চাপে থাকবে। এটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই আমরা সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করব।’

নেদারল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। যদিও জয়ের ব্যবধান এটাই প্রমাণ করে যে, ডাচদের বিপক্ষে লড়াই করতে হয়েছে টাইগারদের। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৪ রান করতে পারে বাংলাদেশ। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে ইনিংসের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন তাসকিন।

বিশ্বকাপের আগে এই ফরম্যাটে ধারাবাহিক সিরিজ হারের পর এই জয় মানসিকভাবে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করছে।

সাকিব বলেন, ‘আমরা যতই ভালো বা খারাপ খেলি না কেন জয়টা গুরুত্বপূর্ণ ছিল। আমি জানি আমাদের অনেক ভুল ছিল যেখানে ভালো করা উচিত। আমরা উন্নতি করতে চাই এবং উন্নতির কোনো শেষ নেই। দলের প্রতিটি খেলোয়াড়ের ভূমিকা রয়েছে এবং নিজেদের ভূমিকা ভালোভাবে পালন করতে পারলে, পরিকল্পনা কাজে লাগাতে পারলে সেটিই যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে আমাদের জয়ের প্রধান কারণ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments